রবিবার | ১২ জানুয়ারী, ২০২৫

বান্দরবানে পাহাড়ি নারীকে ধর্ষণের অভিযোগ, বিভিন্ন সংগঠনের নিন্দা

প্রকাশঃ ১১ জানুয়ারী, ২০২৩ ০৩:২৪:০৯ | আপডেটঃ ১১ জানুয়ারী, ২০২৫ ০৮:৪১:৪৯  |  ৬৯২

সিএইচটি টুডে ডট কম ডেস্ক। বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের এক নারীকে ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে পার্বত্য চট্টগ্রামের  দুই নারী সংগঠন পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ)

 

আজ বুধবার (১১ জানুয়ারি ২০২৩) পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি কণিকা দেওয়ান সাধারণ সম্পাদক পরিণীতা চাকমা এবং  হিল উইমমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নীতি চাকমা সাধারণ সম্পাদক রিতা চাকমা সংবাদ মাধ্যমে প্রদত্ত এক যৌথ বিবৃতিতে অবিলম্বে ধর্ষণের ঘটনায় জড়িত থ্রি-হুইলার চালক জাহাঙ্গীর আলমকে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান

 

যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা জানতে পারি বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের আমতলী পাড়ার বাচ্চু মিয়ার ছেলে থ্রি-হুইলার(মাহেন্দ্র) চালক জাহাঙ্গীর আলম ভুক্তভোগী ওই নারীকে বেশ কিছুদিন ধরে নানাভাবে উত্যক্ত করে আসছিল। গত জানুয়ারি জাহাঙ্গীর আলম ওই নারীকে তার থ্রি-হুইলার (মাহেন্দ্র) গাড়িতে জোরপূর্বক তুলে নিয়ে পার্শ্ববর্তী বন প্রপাত এলাকা নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে

 

ঘটনাটি গত জানুয়ারি ঘটলেও গত সোমবার ( জানুয়ারি) অতিরিক্ত রক্তক্ষরণ সমস্যা নিয়ে ওই নারী হাসপাতালে ভর্তি হলে বিষয়টি জানাজানি হয়। এই ঘটনায় ভূক্তভোগী নারী গত জানুয়ারি ২০২৩ থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ করেছেন

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions