কাউখালীতে তিনটি ইটভাটা বন্ধ ঘোষনা রাঙামাটির নানিয়ারচরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ জামায়াতের রাঙামাটির কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের ৪০ বছর পূর্তি রুবি জয়ন্তী উদযাপন প্রকাশিত সংবাদে ভিন্নমত জানিয়েছে বাঘাইছড়ির ছাত্র-যুব ও স্বেচ্ছাসেবকদল রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান এর যোগদান
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিতে শতাধিক শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাঙামাটি সদর উপজেলা। শুক্রবার (১০ জানুয়ারী) সকালে সংগঠটির কার্যালয়ে এসব শীত বস্ত্র বিতরণ করা হয়।
বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শ্রমিক সংগঠনটির জেলা শাখার উপদেষ্টা মাওলানা জাহাঙ্গীর আলম।
সংগঠনটির রাঙামাটি সদর উপজেলার সভাপতি মুহাম্মদ হারুন অর রশিদের সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক পারভেজ আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, সংগঠনটির জেলা শাখার সাবেক সভাপতি ও বর্তমানে জেলার উপদেষ্টা মাওলানা এবিএম তোফায়েল উদ্দিন, জেলা শাখার সভাপতি মুহাম্মদ আব্দুস সালাম, সেক্রেটারি এডভোকেট জিল্লুর রহমান, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম, পৌর শাখার সেক্রেটারি মুহাম্মদ বেলাল উদ্দিন।
শীতার্তরা শীত বস্ত্র পেয়ে সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।