পদ ফিরে পেলেন সাবেক মেয়র ও বিএনপি নেতা সাইফুল ইসলাম ভুট্টো রাঙামাটির কাপ্তাই উপজেলা আ.লীগ সভাপতি অংসুছাইন চৌধুরীসহ গ্রেপ্তার ২ রাবিপ্রবিতে “প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা শিক্ষা বৃত্তি” বিষয়ক সভা অনুষ্ঠিত খাগড়াছড়ির গুইমারাতে সেনা অভিযানে গাঁজা ক্ষেত ধ্বংস শীতার্তদের মাঝে লংগদু জামায়তের উদ্যোগে ত্রান সহায়তা বিতরণ
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিতে শতাধিক শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাঙামাটি সদর উপজেলা। শুক্রবার (১০ জানুয়ারী) সকালে সংগঠটির কার্যালয়ে এসব শীত বস্ত্র বিতরণ করা হয়।
বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শ্রমিক সংগঠনটির জেলা শাখার উপদেষ্টা মাওলানা জাহাঙ্গীর আলম।
সংগঠনটির রাঙামাটি সদর উপজেলার সভাপতি মুহাম্মদ হারুন অর রশিদের সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক পারভেজ আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, সংগঠনটির জেলা শাখার সাবেক সভাপতি ও বর্তমানে জেলার উপদেষ্টা মাওলানা এবিএম তোফায়েল উদ্দিন, জেলা শাখার সভাপতি মুহাম্মদ আব্দুস সালাম, সেক্রেটারি এডভোকেট জিল্লুর রহমান, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম, পৌর শাখার সেক্রেটারি মুহাম্মদ বেলাল উদ্দিন।
শীতার্তরা শীত বস্ত্র পেয়ে সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।