শুক্রবার | ১০ জানুয়ারী, ২০২৫

এপেক্স ক্লাব অব বান্দরবানের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরন

প্রকাশঃ ০৯ জানুয়ারী, ২০২৫ ০৯:৩৩:০২ | আপডেটঃ ১০ জানুয়ারী, ২০২৫ ০৫:৪৬:১২  |  ৮৪
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। এপেক্স ক্লাব অব বান্দরবানের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এপেক্স ক্লাব অব বান্দরবানের উদ্যোগে বান্দরবান সদরের কাসেম পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষা সামগ্রী বিতরন করা হয়।

শিক্ষা সামগ্রী বিতরন কার্যক্রমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সেবা পরিচালক এপে. মোঃ নুরুল আমিন চৌধুরী আরমান।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা-৩ এর  গর্ভনর (ইলেক্ট) এপে. সৈয়দ মিয়া হাসান, অতীত জেলা গভনর  এপে. কামাল পাশা. এপেক্স ক্লাব অব বান্দরবানের সদ্য  অতিত সভাপতি  এপে. মোজাম্মেল হক, কাসেম পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মেরি ভট্টাচার্য। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এপেক্স ক্লাব অব বান্দরবানের সভাপতি এপে. নিনি প্রু ।

প্রধান অতিথি এপেক্স বাংলাদেশের জাতীয় সেবা পরিচালক মো: নুরুল আমিন চৌধুরী আরমান তার বক্তব্য বলেন, এপেক্স একটি আর্ন্তজাতিক সেবা সংগঠন সেবা কাজের অংশ হিসাবে কাসেম পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের  মেধাবী শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ ও শিক্ষা সামগ্রী বিতরনের এই প্রোগামের আয়োজন করা হয়েছে। এপেক্স ক্লাব অব বান্দরবান এই উদ্যোগ প্রসংশনীয়। সমাজের কম ভাগ্যবানদের পাশে দাড়ানোর এপেক্স ক্লাব অব বান্দরবানের এই উদ্দ্যোগ অন্যান্য সেবা সংগঠনকে অনুসরন করা উচিত। আশা করি এপেক্স ক্লাব অব বান্দরবানের এই সেবামূলক কাজ আগামীতে চলমান থাকবে।

এসময় বিশেষ অতিথি জেলা গভর্নর (ইলেক্ট) এপে. সৈয়দ মিয়া হাসান বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, এই শিশুরা শিক্ষার মাধ্যমে তাদের মেধার বিকাশ ঘটিয়ে তারাই একদিন দেশ ও জাতির কর্ণধার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে। মনে রাখবেন একজন শিক্ষার্থীর ভিত্তি শক্তিশালী করার প্রথম ধাপ হলো মায়ের হাতে শিক্ষা খড়ি, তাই প্রতিটি মায়ের নৈতিক কর্তব্য হলো তার সন্তানের সঠিকভাবে দেখাশোনা করা।

বিশেষ অতিথি স্কুলের প্রধান শিক্ষক মেরি ভট্টাচার্য্য শিক্ষা সামগ্রী বিতরনের জন্য কাসেম পাড়া স্কুলকে নির্বাচন করা জন্য এপেক্স ক্লাব অব বান্দরবানকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানের সভাপতি এপে. নিনি প্রু উক্ত সেবামূলক কাজে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিদের উপস্থিত থাকার জন্য ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং বলেন এই ধরনের সেবামূলক কাজ আগামীতে ও অব্যাহত থাকবে।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions