বৃহস্পতিবার | ০৯ জানুয়ারী, ২০২৫

কাউখালী উপজেলার দুর্গম ফটিকছড়ি ইউনিয়নে ইউএনও’র মতবিনিময় সভা

প্রকাশঃ ০৮ জানুয়ারী, ২০২৫ ০৪:০৯:৪১ | আপডেটঃ ০৯ জানুয়ারী, ২০২৫ ১০:৪৭:২৬  |  ৯২

মেহেদী হাসান সোহাগ, সিএইচটি টুডে ডট কম, কাউখালী (রাঙামাটি)। কাউখালী উপজেলার দুর্গম ফটিকছড়ি ইউনিয়নে শিক্ষা চিকিৎসা সাবির্ক উন্নয়েনর জন্য সকলকে পাশে থাকার আহবান জানান কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান।

 

আজ  ফটিকছড়ি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান উষাতন চাকমার সভাপতিত্বে অনুষ্টিত স্থানীয় হেডম্যান,কার্বারী,ইউপি চেয়ারম্যান, সদস্যসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তেব্য তিনি এসব কথা বলেন।তিনি আরো বলেন, অন্যান্য ইউনিয়নের সাথে সমন্বয় রেখে আগামীতে ইউনিয়নে উন্নয়ন কার্যক্রম গ্রহন করা হবে। তিনি এলাকার উন্নয়নের জন্য সকলকে শান্তি শৃংঙ্খলা বজায় রাখার আহবান জানিয়েছেন।

 

মত বিনিময় সভা শেষে দুর্গম ফটিকছড়ি ইউনিয়নে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

 

সভায় আরো উপস্থিত ছিলেনকাউখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সোহাগ,উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম,উপজেলা সমাজসেবা কর্তকর্তা মোঃ শাহাবুদ্দীন হোসেন, কাউখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফজলুল হক,উপজেলা ইন্সট্রাক্টর মোঃ গিয়াস উদ্দিন,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের  প্রকৌশলী জিনি চাকমা আরো অনেকে।

 

দুর্গম ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমুলক প্রকল্প গ্রহন করার জন্য স্থানীয়রা উপজেলা নির্বাহী অফিসারকে আহবান জানান। কাউখালী উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান জানিয়েছেন অন্যান্য ইউনিয়নের সাথে সমন্বয় রেখে আগামীতে ইউনিয়নে উন্নয়ন কার্যক্রম গ্রহন করা হবে। তিনি এলাকার উন্নয়নের জন্য সকলকে শান্তি শৃংঙ্খলা বজায় রাখার আহবান জানিয়েছেন।

 

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions