মাসস সংস্থার আওয়ামীলীগপন্থী কমিটির বিরুদ্ধে অনিয়ম ও লুটপাটের অভিযোগ রাঙামাটিতে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে র্যাালী ও আলোচনা সভা কাউখালী উপজেলার দুর্গম ফটিকছড়ি ইউনিয়নে ইউএনও’র মতবিনিময় সভা লামায় অবৈধভাবে গড়ে ওঠা ২টি ইটভাটাকে ৪লক্ষ টাকা জরিমানা সাজেক থেকে ফেরার পথে জিপ গাড়ি উল্টে নোবিপ্রবি ৫ শিক্ষার্থী আহত
সিএইচটি টুডে ডট কম,রাঙামাটি। রাঙামাটিতে শতাধিক শীতার্তদের মাঝে জামায়াতের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (০৭ জানুয়ারী) বিকেলে সংগঠনটির কার্যালয়ে এসব শীত বস্ত্র বিতরণ করা হয়।
শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা জামায়াতের সেক্রেটারী জেনারেল মো. মনছুরুল হক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য জামায়াত মানবতার সেবায় নিয়োজিত আছে। বিগত ২০০১ -২০০৫ সালের আমলে মন্ত্রীসভায় জামায়াতের দুইজন মন্ত্রী ছিল। এই পর্যন্ত কেউ এই দুই জন মন্ত্রীর বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ করতে পারেনি। তারা ছিলেন সৎ ও যোগ্য।জামায়াত আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। জনগণ যদি জামায়াতকে রাষ্ট্রীয় দায়িত্ব দেয়, তাহলে ঘরে ঘরে সেবা পৌছে যাবে।সেবা নেওয়ার জন্য জনগণকে সরকারী দপ্তরে আসতে হবে না।
রাঙামাটি পৌর জামায়াতের আমীর ও জেলা শুরা সদস্য মো মাইনুদ্দীন বলেন,জামায়াত যে কোন দূর্যোগে জনগণের পাশে দাঁড়ায়। জনগণের সেবা করার সর্বোচ্চ চেষ্টা করে। তিনি জামায়াতের পতাকাতলে সমবেত হয়ে আগামীদিনে কুরআনের সমাজ কায়েমের আন্দোলনকে শক্তিশালী করার উদাত্ত আহবান জানান।
পৌর জামায়াতের এসিসটেন্ট সেক্রেটারী ও জেলা শুরা সদস্য এডভোকেট রহমত উল্লাহ এর পরিচালনায় এসময় আরও বক্তব্য রাখেন, পৌর জামায়াতের অফিস সেক্রেটারী সাজ্জাদুল ইসলাম। এতে উপস্হিত ছিলেন, পৌর জামায়াত নেতা আব্দুর রাজ্জাক ও মিজান ফাহিমসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ।