শুক্রবার | ১০ জানুয়ারী, ২০২৫

রাঙামাটির লংগদুতে শীর্তাতদের মাঝে জামায়াতের শীতবস্ত্র বিতরণ

প্রকাশঃ ০৯ জানুয়ারী, ২০২৫ ০৯:৩১:৩৯ | আপডেটঃ ১০ জানুয়ারী, ২০২৫ ০৪:২১:৪৬  |  ৭৩

সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)। জামায়াতে ইসলামীর লংগদু উপজেলা শাখার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

 

বৃহস্পতিবার ( জানুযারি) রাবেতা রেজিঃ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে দুই শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

 

উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. নাছির উদ্দিনের সভাপতিত্বে সেক্রেটারী মো. নুরুল করিমের সঞ্চালনায় সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাওলানা এএলএম সিরাজুল ইসলাম, জেলা শুরা সদস্য মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল জব্বার, শ্রমিক কল্যাণ বিভাগের উপজেলা সভাপতি মো. মঞ্জুরুল হক, বায়তুলমাল সম্পাদক ওসমান গনি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাঙামাটি জেলা সেক্রেটারি মো. রবিউল ইসলাম, উপজেলা সভাপতি শাহেদ আলম ইমন সহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য জামায়াত মানবতার সেবায় নিয়োজিত আছে। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে মন্ত্রীসভায় জামায়াতের দুইজন মন্ত্রী ছিল। এই পর্যন্ত কেউ এই দুই জন মন্ত্রীর বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ করতে পারেনি। তারা ছিলেন সৎ যোগ্য। জামায়াত আল্লাহর আইন চায়, সৎ লোকের শাসন চায়। জনগণ যদি জামায়াতকে রাষ্ট্রীয় দায়িত্ব দেয়, তাহলে ঘরে ঘরে সেবা পৌঁছে যাবে। সেবা নেওয়ার জন্য জনগণকে সরকারি দপ্তরে আসতে হবে না। জামায়াত যে কোন দূর্যোগে জনগণের পাশে দাঁড়ায়। জনগণের সেবা করার সর্বোচ্চ চেষ্টা করে। জামায়াতের পতাকাতলে সমবেত হয়ে আগামী দিনের কুরআনের সমাজ কায়েমের আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান করেন।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions