সিএইচটি টুডে ডট কম,বান্দরবান। “ নেই পাশে কেউ যার,সমাজ সেবা আছে তার ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে উদযাপন করা হয়েছে জাতীয় সমাজ সেবা দিবস।
দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে বান্দরবান জেলা প্রশাসকের প্রাঙ্গনে বেলুন উড়িয়ে ওয়াকাথনের উদ্বোধন করেন বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।
পরে বিভিন্ন শ্রেণী পেশার জনগণের অংশগ্রহণে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে একটি ওয়াকাথন বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে গিয়ে শেষ হয়।
পরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে “ কল্যাণ রাষ্ট্র গঠনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ভূমিকা ও নতুন প্রজন্মের প্রত্যাশা ” শীর্ষক এক মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়।
মুক্ত আড্ডায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। এসময় পার্বত্য জেলা পরিষদের সদস্য ও সমাজ সেবার আহ্বায়ক ম্যা ম্যা নু, সমাজ সেবা বিভাগের উপ পরিচালক মিল্টন মহুরী, সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সত্যজিৎ মজুমদারসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।