সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বর্ণাঢ্য আয়োজনে বান্দরবান প্রেসক্লাবের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। ১ জানুয়ারী (বুধবার) সন্ধ্যায় বান্দরবান প্রেসক্লাবের হলরুমে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আয়োজন করা হয় এক আলোচনা সভার।
বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু এর সভাপতিত্বে এসময় প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।
এসময় জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার মো.শহিদুল্লাহ কাওছারসহ পার্বত্য জেলা জেলা পরিষদের বিভিন্ন সদস্য, সরকারি বেসরকারী প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা এবং প্রেসক্লাবের নির্বাহী কমিটি ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বান্দরবান প্রেসক্লাবের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শুভেচ্ছা প্রদানের পাশাপাশি সাংবাদিকদের দেশ ও এলাকার উন্নয়নে আরো ব¯ু‘নিষ্ঠ সংবাদ পরিবেশনের আহবান জানান। এসময় বক্তারা বলেন, সাংবাদিকরা হলো দেশের অন্যতম চালিকা শক্তি, একজন সাংবাদিকের সৎ ও বস্তুুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে একটি ঘটনার তথ্য সকলে জানতে পারে এবং সেই তথ্য বিশ্লেষণ করে কাজ করতে মাঠ পর্যায়ের প্রশাসনের কর্মকর্তাদের কাজ করতে সহজ হয়। এসময় বক্তারা সংবাদকর্মীদের সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদানের পাশাপাশি আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে তথ্যবহুল আরো বেশি বেশি সংবাদ প্রচারের আহবান জানান।
আলোচনা সভা শেষে প্রেসক্লাবের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে এক কেক কাটায় অংশ নেয় অতিথিরা।