মেহেদী হাছান সোহাগ ,কাউখালী (রাঙামাটি)। রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু বলেছেন ,দেশের মানুষ বিরাজমান সংকট উত্তরণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর আস্থা রাখতে চায়। অতীতে ১৯৭১ সাল হতে সকল জাতীয় সংকটে শহীদ জিয়া ও তার পরিবার কান্ডারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, একদলীয় বাকশালী শাসনের অবসান ঘটিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে শহীদ জিয়া জাতিকে প্রথম সংস্কার উপহার দিয়ে ইতিহাস গড়েছিলেন এবার ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে শহীদ জিয়ার যোগ্য উত্তরসুরি আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান বিশ্ব দরবারে একটি সমৃদ্ধ জাতি উপহার দিবেন।
তিনি শনিবার(০৪ জানুয়ারী) কাউখালী উপজেলা পরিষদ অডিটরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘাগড়া ইউনিয়ন শাখার বর্ধিত সভায় প্রধান অথিতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
ঘাগড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বক্কর তারা মিয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাফায়েত হোসেন পিন্টুর সঞ্চালনায় অনুষ্টিত বর্ধিত সভার উদ্বোধন করেন কাউখালী উপজেলা বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন।
বর্ধিত সভায় প্রধান বক্তা ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সহসভাপতি এ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির। বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, কাউখালী উপজেলা বিএনপির সহ-সভাপতি সাজাই মং মারমা, অজৃন মনি চাকমা, বেলাল হোসেন, মোঃকাজী ফারুক, আলী আহমেদ, সাধারন সম্পাদক আব্দূল মোতালেব, সিনিয়র যুগ্ন সম্পাদক ছগির আহমেদ ও ঘাগড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল উদ্দিন।
সভায় ঘাগড়া ইউনিয়নের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতিসহ উন্নয়ন ও বিভিন্ন বিষয়ে নেতাকর্মীদের গঠনমূলক দিকনির্দেশনা দেন অন্যান্য নেতারা।
বর্ধিত সভায় বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বর্ধিত সভার শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।