মঙ্গলবার | ০৭ জানুয়ারী, ২০২৫

রাঙামাটিতে জামায়াতে ইসলামীর শ্রমিক সংগঠনগুলোর কমিটি গঠন

প্রকাশঃ ০৪ জানুয়ারী, ২০২৫ ০৬:৪৩:৫৬ | আপডেটঃ ০৭ জানুয়ারী, ২০২৫ ১২:২৫:৩১  |  ১৮৬

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাঙামাটি সদর উপজেলার উদ্যোগে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রাঙামাটি ইসলামী সেন্টারে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাঙামাটি জেলার প্রধান উপদেষ্টা অধ্যাপক আব্দুল আলিম।


সম্মেলনে মো. হারুন অর রশীদকে সভাপতি এবং মো. বেলাল উদ্দিনকে সাধারণ সম্পাদক ঘোষণা করে ৩৫ সদস্য বিশিষ্ট  শ্রমিক কল্যাণ ফেডারেশন রাঙামাটি সদর উপজেলার কমিটি ঘোষণা করা হয়।  


এদিকে মো. হানিফকে সভাপতি মো. জয়নাল আবেদীনকে সাধারণ সম্পাদক ঘোষণা করে ২১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন রাঙামাটি সদর উপজেলা  কমিটি ঘোষণা করা হয়।

মো. পারভেজ আলম খানকে সভাপতি এবং আব্দুল খালেক-কে সাধারণ সম্পাদক ঘোষণা করে ২২ সদস্য বিশিষ্ট রাঙামাটি জেলা শ্রমিক পরিবহন কমিটি ঘোষণা করা হয়।

উক্ত কমিটিগুলো ২০২৫-২৬ অর্থাৎ আগামী দু’বছর মেয়াদে শ্রমিকদের অধিকার আদায় এবং দলকে সুসংগঠিত করতে কাজ করবেন।


সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাঙামাটি জেলার সাবেক সভাপতি এ বি এম তোফায়েল উদ্দিন, বর্তমান কমিটির সভাপতি আব্দুস সালাম। উক্ত সম্মেলনে সভাপত্বিত করেন, শ্রমিক কল্যান ফেডারেশন রাঙামাটি সদর উপজেলার সভাপতি  মো. হারুন অর রশীদ।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions