বান্দরবানের নতুন জেলা প্রশাসকের দায়িত্ব পেলেন শামীম আরা রিনি রাঙামাটির কাউখালীতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন লামায় পুলিশের অভিযানে চোরাই মালামাল ও বন্দুকসহ আটক ১ শীতে পাহাড়ে বেড়েছে পিঠা বিক্রি, সুস্বাদু পিঠা খেয়ে খুশি পর্যটক ও স্থানীয়রা ভিসি নিয়োগের দাবিতে রাবিপ্রবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও আল্টিমেটাম
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাঙামাটি সদর উপজেলার উদ্যোগে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রাঙামাটি ইসলামী সেন্টারে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাঙামাটি জেলার প্রধান উপদেষ্টা অধ্যাপক আব্দুল আলিম।
সম্মেলনে মো. হারুন অর রশীদকে সভাপতি এবং মো. বেলাল উদ্দিনকে সাধারণ সম্পাদক ঘোষণা করে ৩৫ সদস্য বিশিষ্ট শ্রমিক কল্যাণ ফেডারেশন রাঙামাটি সদর উপজেলার কমিটি ঘোষণা করা হয়।
এদিকে মো. হানিফকে সভাপতি মো. জয়নাল আবেদীনকে সাধারণ সম্পাদক ঘোষণা করে ২১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন রাঙামাটি সদর উপজেলা কমিটি ঘোষণা করা হয়।
মো. পারভেজ আলম খানকে সভাপতি এবং আব্দুল খালেক-কে সাধারণ সম্পাদক ঘোষণা করে ২২ সদস্য বিশিষ্ট রাঙামাটি জেলা শ্রমিক পরিবহন কমিটি ঘোষণা করা হয়।
উক্ত কমিটিগুলো ২০২৫-২৬ অর্থাৎ আগামী দু’বছর মেয়াদে শ্রমিকদের অধিকার আদায় এবং দলকে সুসংগঠিত করতে কাজ করবেন।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাঙামাটি জেলার সাবেক সভাপতি এ বি এম তোফায়েল উদ্দিন, বর্তমান কমিটির সভাপতি আব্দুস সালাম। উক্ত সম্মেলনে সভাপত্বিত করেন, শ্রমিক কল্যান ফেডারেশন রাঙামাটি সদর উপজেলার সভাপতি মো. হারুন অর রশীদ।