সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের চিউনি পাড়া জামে মসজিদ, হেফজ খানা,এতিম খানা,হাবিবিয়া ফোরকানিয়া মাদ্রাসার প্রায় ৮একর জমি আওয়ামী লীগের নেতা ভূমিদস্যু আব্দুর রউফ (প্রকাশ তাঁতীর) হাত থেকে উদ্ধার করা ও এলাকার সাধারণ জনগণের বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে প্রকৃত দোষীর সাজার দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩রা জানুয়ারী) বিকেলে বান্দরবানের আজিজনগর ইউনিয়নের চিউনি পাড়া ক্যাম্প বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকার সাধারণ ধর্মপ্রাণ মুসল্লি, মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক,এতিমখানার শিক্ষার্থীরা বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, মুক্তিযোদ্ধার পরিচয় দিয়ে ফ্যাস্টিট আওয়ামীলীগের দোসর ভূমিদস্যু আব্দুর রউফ (প্রকাশ তাঁতী) চিউনি পাড়া জামে মসজিদ, হেফজ খানা, এতিম খানা, হাবিবিয়া ফোরকানিয়া মাদ্রাসার প্রায় ২০একর জমি থেকে ৮একর জমি দখল করে নিয়েছে। তার এই অনিয়মের বিরুদ্ধে কথা বলতেই গেলে তিনি বিভিন্ন হুমকি প্রদান করে আসছে এবং এলাকার সাধারণ জনগণসহ চিউনি পাড়া জামে মসজিদ, হেফজ খানা,এতিম খানা,হাবিবিয়া ফোরকানিয়া মাদ্রাসার পরিচালনা কমিটির বিভিন্ন জনের নামে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছে নিয়মিত।
এসময় বক্তারা আরো বলেন, ফ্যাস্টিট আওয়ামীলীগ সরকারের পতন হলেও এখনো ভূমিদস্যু আব্দুর রউফ (প্রকাশ তাঁতী) বিভিন্নভাবে অপকর্ম চালিয়ে যাচ্ছে এবং জোর দখল করে জামে মসজিদ, হেফজ খানা, এতিম খানা,হাবিবিয়া ফোরকানিয়া মাদ্রাসার সব জমিগুলো দখল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এসময় বক্তারা বলেন, ভূমিদস্যু আব্দুর রউফ (প্রকাশ তাঁতী) জাল মুক্তিযোদ্ধা সনদপত্র সংগ্রহ করে এলাকার সাধারণ জনগণকে মুক্তিযোদ্ধা পরিচয় দেয় আর বিভিন্ন সময়ে ফ্যাস্টিট আওয়ামীলীগের দোসর হিসেবে প্রভাব খাটিয়ে সাধারণ জনগণের জমি দখল করে নিয়েছে।
এসময় বক্তারা, আব্দুর রউফ (প্রকাশ তাঁতীর) দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানায় এবং এলাকার সাধারণ জনগণের নামে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে মসজিদ, হেফজ খানা,এতিম খানা,হাবিবিয়া ফোরকানিয়া মাদ্রাসার জমিগুলো কমিটির দায়িত্বে বুঝিয়ে দেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর আবেদন জানান।
মানববন্ধনে মসজিদ কমিটির সভাপতি সিদ্দিকুর রহমান, মাদ্রাসার সভাপতি মাস্টার নুরুল ইসলাম, মাদ্রাসার মোহতামিম ও মসজিদের খতিব মাওলানা জিয়াউল হকসহ চিউনি পাড়া এলাকার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।