সোমবার | ০৬ জানুয়ারী, ২০২৫

কাউখালী প্রশাসনের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রকাশঃ ০৩ জানুয়ারী, ২০২৫ ০৯:২৯:৩১ | আপডেটঃ ০৫ জানুয়ারী, ২০২৫ ০৫:৫৯:৩৬  |  ১৪৩

সিএইচটি টুডে ডট কম, কাউখালী (রাঙামাটি)। রাঙামাটি কাউখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার চারটি ইউনিয়নের সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষ   বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা কার্যক্রম চলছে।

 

 

গত বুধবার থেকে শুক্রবার সকাল পর্যন্ত চলমান এই কার্যক্রম এবং এই শীতবস্ত্র বিতরণ করেন কাউখালী  উপজেলা কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান।

 

সর্বমোট ৯ শতাধিক  শীতবস্ত্র বিতরণ করা হয়েছে বলেন জানান তিনি।

 

এসময় উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভুমি) ফয়সাল আল নুর, কাউখালী থানার অফিসার ইনচার্জ  সাইফুল ইসলাম সোহাগ,কাউখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফজলুল হক,উপজেলা ইন্সট্রাক্টর মোঃ গিয়াস উদ্দিন, প্রমূখ।

 

 

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান বলেন,কাউখালীতে চারটি ইউনিয়নে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।আমরা দুর্গম এলাকাতেও ইতিমধ্যে পাঠিয়েছি খুব দ্রুত বিতরণ করা হবে। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মত মহৎ কাজ আর নেই। আমাদের প্রত্যেককেরই দায়-দায়িত্ব কর্তব্যই হচ্ছে সমাজের অবহেলিত মানুষদেরকে মুল্যয়ন করা।

 

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions