রবিবার | ০৫ জানুয়ারী, ২০২৫

বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় দূর্গা মন্দিরে বিগ্রহ বরণ

প্রকাশঃ ০২ জানুয়ারী, ২০২৫ ১০:২৬:৩৪ | আপডেটঃ ০৫ জানুয়ারী, ২০২৫ ০৭:৩১:০৯  |  ১১১
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বর্ণাঢ্য আয়োজনে বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় দূর্গা মন্দিরে বিগ্রহ বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২ জানুয়ারী (বৃহস্পতিবার) সকালে চট্টগ্রাম থেকে ট্রাকে করে বিগ্রহগুলোকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে বান্দরবানের সুয়ালক হরি মন্দিরে নিয়ে আসা হয়। পরে দুপুরে মন্দিরে আগত পূর্ণাথীদের জন্য মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়।

এদিকে পরে বিকেল ৪টায় সুয়ালক হরি মন্দির থেকে আবার বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে পাহাড়ী সড়ক পেরিয়ে আবারোও বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে বান্দরবান পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় দূর্গা মন্দিরে বরণ করে নেয় পূজারীরা।

এসময় ঢাক-ঢোল এর বাদ্যবাজনা আর ধুপ-মোমবাতি প্রজ্জলনের পাশাপাশি পুস্প বৃষ্টি করে নতুন বিগ্রহগুলোকে বরণ করে পূজারী ও ভক্তরা।

বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় দূর্গা মন্দিরের কর্তৃপক্ষ জানায়, বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় দূর্গা মন্দিরে নিয়মিত পূজা করার লক্ষ্যে চট্টগ্রাম থেকে তৈরিকৃত দুুর্গা,কালী,নারায়ন ও রাধাকৃষ্ণের নতুন ৪সেট বিগ্রহগুলোকে বরণ করে নেয়া হয়েছে এবং আগামী ১০ফেব্রুয়ারী (সোমবার) ধর্মীয় রীতিনীতি অনুসারে বিগ্রহগুলোর প্রাণ প্রতিষ্টা করা হবে।


বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions