সিএইচটি টুডে ডট কম ডেস্ক। বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের এক নারীকে ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পার্বত্য চট্টগ্রামের দুই নারী সংগঠন পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ ও হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ) ।
আজ বুধবার (১১ জানুয়ারি ২০২৩) পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি কণিকা দেওয়ান ও সাধারণ সম্পাদক পরিণীতা চাকমা এবং হিল উইমমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নীতি চাকমা ও সাধারণ সম্পাদক রিতা চাকমা সংবাদ মাধ্যমে প্রদত্ত এক যৌথ বিবৃতিতে অবিলম্বে ধর্ষণের ঘটনায় জড়িত থ্রি-হুইলার চালক জাহাঙ্গীর আলমকে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা জানতে পারি বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের আমতলী পাড়ার বাচ্চু মিয়ার ছেলে থ্রি-হুইলার(মাহেন্দ্র) চালক জাহাঙ্গীর আলম ভুক্তভোগী ওই নারীকে বেশ কিছুদিন ধরে নানাভাবে উত্যক্ত করে আসছিল। গত ৫ জানুয়ারি জাহাঙ্গীর আলম ওই নারীকে তার থ্রি-হুইলার (মাহেন্দ্র) গাড়িতে জোরপূর্বক তুলে নিয়ে পার্শ্ববর্তী বন প্রপাত এলাকা নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
ঘটনাটি গত ৫ জানুয়ারি ঘটলেও গত সোমবার (৯ জানুয়ারি) অতিরিক্ত রক্তক্ষরণ সমস্যা নিয়ে ওই নারী হাসপাতালে ভর্তি হলে বিষয়টি জানাজানি হয়। এই ঘটনায় ভূক্তভোগী ঐ নারী গত ৭ জানুয়ারি ২০২৩ থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ করেছেন।