সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের আলীকদমের দুর্গম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকালে ৫৮জন মিয়ানমার নাগরিকসহ ৫জন মানব পাচারকারীকে আটক করেছে বিজিবির সদস্যরা।
সুত্রে জানা যায়, বাংলাদেশী কয়েকজন মানবপাচারকারীর সহায়তায় মিয়ানমার থেকে পালিয়ে আসা বেশ কিছু মিয়ানমার নাগরিক (রোহিঙ্গা) বাংলাদেশে অনুপ্রবেশ করছে এমন সংবাদের ভিত্তিতে আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের বুচিতং সীমান্ত এলাকায় অভিযান চালায় বিজিবির একটি দল। এসময় অবৈধভাবে মিয়ানমার সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে ৫৮জন মিয়ানমার নাগরিককে আটক করে বিজিবির সদস্যরা। আটককৃতদের মধ্যে নারী ১০জন নারী,১২জন পুরুষ ও ৩৬জন শিশু রয়েছে।
১১জানুয়ারী (শনিবার) ভোররাতে আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের বুচিতং সীমান্ত এলাকায় তাদের আটক করা হয়। এসময় ঘটনাস্থল থেকে একটি ট্রাক, একটি প্রাইভেট কার ও একটি মোটর সাইকেল জব্দ করে আলীকদম বিজিবির ৫৭ব্যাটালিয়ন এর সদস্যরা।
এসময় অবৈধভাবে মিয়ানমার সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশে সহযোগিতার কাজে যুক্ত থাকার অপরাধে আলীকদমের বাসিন্দা ৫জন মানব পাচারকারীকে আটক করে বিজিবির সদস্যরা।পরে আটককৃতদের যাচাই বাছাই শেষে বিজিবির সদস্যরা তাদের আলীকদম থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা জহির উদ্দীন জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে,মামলা দায়ের হলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত: মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে, আর সর্বশেষ ২০২৪ সালের ১১নভেম্বর বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশকালে মিয়ানমারের ৮৪জন নাগরিককে আলীকদম উপজেলার বিভিন্ন এলাকা থেকে আটক করে পরে তাদের আবার মিয়ানমারে পুশব্যাক করে বিজিবি।