শনিবার | ১৮ মে, ২০২৪
রাঙামাটিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

রাঙামাটিতে বুধবার ৫৫জন আক্রান্ত

প্রকাশঃ ১৯ জানুয়ারী, ২০২২ ০২:১৩:২০ | আপডেটঃ ১৮ মে, ২০২৪ ০৯:৪৩:১৯  |  ৭৬৫
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রেড জোন ঘোষণা দেয়া রাঙামাটিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, আজ বুধবার রাঙামাটি পিসিআর ল্যাব ও এন্টেজিনায় ১৫৫জন নমুনা পরীক্ষা করেছেন এরমধ্যে ৫৫জনের পজেটিভ  এসেছে। নমুনা পরীক্ষা অনুসারে সনাক্তের হার ৩৫.৪৮% পার্সেন্ট।

বুধবার রাঙামাটি পিসিআর ল্যাবে ৮৫ জন এবং এন্টেজিনায় পরীক্ষা করেছেন ৭০জন। মোট ১৫৫জনের মধ্যে রাঙামাটি সদরে ৩৫জন, কাপ্তাই উপজেলায় ১৫জন, বিলাইছড়িতে ৪জন, এবং রাজস্থলী উপজেলায় ১জনের পজেটিভ আসে।

রাঙামাটিতে এপর্যন্ত ২৭,৫০৯জন নমুনা পরীক্ষা করেছেন এরমধ্যে নেগেটিভ এসেছে ২৩,০৬০জনের। এরমধ্যে পজেটিভ এসেছে ৪,৪৪৯জন। মোট মৃত্যুবরণ করেছে ৩৪জন।

রাঙামাটিতে প্রথম ডোজের টিকা নিয়েছেন ৩,৯৭,১২১ জন, ২য় ডোজের টিকা নিয়েছেন ৩০০,৯৯৪জন। বুষ্টারের টিকা নিয়েছেন ১,১৫৬জন।  

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions