সোমবার | ২৩ ডিসেম্বর, ২০২৪

খাগড়াছড়ি স্টেডিয়ামে আগামীকাল ঐতিহ্যবাহী বলীখেলা

প্রকাশঃ ১৬ মে, ২০২৪ ০৩:৩৫:৫৯ | আপডেটঃ ১৮ ডিসেম্বর, ২০২৪ ০৯:৪৮:১০  |  ২১৬৯

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। পাহাড়িয়া জনপদে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বলীখেলা। এখন পাহাড়ের প্রায় প্রতিটি উৎসব আনন্দে আয়োজন করা হচ্ছে ঐতিহ্যবাহী খেলার। এবার পার্বত্য চট্টগ্রাম চুক্তি (শান্তি চুক্তি) সম্পাদিত হওয়া খাগড়াছড়ির ঐতিহাসিক স্টেডিয়ামে শুক্রবার ১৭ মে খাগড়াছড়ি বলি সংগঠনের আয়োজনে প্রথম বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী বলীখেলা।

 

কাল শুক্রবার বিকেল ৩টায় ঐতিহাসিক খাগড়াছড়ি স্টেডিয়ামে অনুষ্ঠেদেয় খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বলীখেলার উদ্বোধন করবেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। এতে বিশেষ অতিথি থাকবেন, খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান, এনডিসি, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান, পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম এবং পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী।

 

খাগড়াছড়ি বলী সংগঠনের সভাপতি মর্ম সিং ত্রিপুরা (বলী) সাধারণ সম্পাদক রিটন চাকমা (বলী) জানান, আগামীকাল শুক্রবার (১৭ মে) খাগড়াছড়ি ঐতিহাসিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া বলীখেলায় বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে সেরা সেরা বলীখেলার আসর হতে মেডেল প্রাপ্ত বলী খেলোয়াড়বৃন্দ অংশগ্রহণ করবেন। এতে জাতী ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions