মঙ্গলবার | ২৪ ডিসেম্বর, ২০২৪

উন্নয়ন বোর্ডের “পরিচালনা বোর্ড” এর ২০২৪-২০২৫ অর্থ বছরে ২য় সভা অনুষ্ঠিত

প্রকাশঃ ২৩ ডিসেম্বর, ২০২৪ ১০:৫০:২৫ | আপডেটঃ ২৪ ডিসেম্বর, ২০২৪ ০৫:২৭:৪৩  |  ১০১
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি।  আজ ২৩ ডিসেম্বর ২০২৪ সোমবার বেলা ১১ টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ‘পরিচালনা বোর্ড’ এর ২০২৪-২০২৫ অর্থ বছরের ২য় সভা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের রাঙামাটিস্থ প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আইন, ২০১৪ এর ৬(৫) ধারামতে চেয়ারম্যান এর দায়িত্ব পালনকারী ভাইস-চেয়ারম্যান  রিপন চাকমা। সভার আলোচ্যসূচি ছিলো (১) গত ১৬/০৭/২০২৪ তারিখে অনুষ্ঠিত বোর্ড সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন এবং গৃহীত সিদ্ধান্তের অগ্রগতি পর্যালোচনা; (২) ২০২৩-২০২৪ অর্থবছরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্পসমূহের ৩০ নভেম্বর ২০২৪ পর্যন্ত সময়ের অগ্রগতি পর্যালোচনা; (৩) বিবিধ।

চেয়ারম্যান উপস্থিত সকল সদস্যকে স্বাগত জানান এবং পরিচয় পর্ব শেষে সভাপতির অনুমতিক্রমে উপসচিব সদস্য-প্রশাসন (অঃদাঃ) ও সদস্য-বাস্তবায়ন মোহাম্মদ মাহবুবউল করিম বিগত পরিচালনা বোর্ড সভার কার্যবিবরণী পাঠ করে শোনান। তিনি বিগত সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতিসহ ৩০ নভেম্বর ২০২৪ পর্যন্ত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প/স্কিমের বাস্তবায়ন অগ্রগতি পর্যায়ক্রমে উপস্থাপন করেন।
 
রাঙামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক  মোহাম্মদ হাবিব উল্লাহ্ বলেন, পার্বত্য জেলায় যে কোন প্রকল্প গ্রহণের পূর্বে সমীক্ষা সম্পন্নকরণসহ দুর্গম এলাকার সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের পড়ালেখা চালিয়ে যাওয়ার সুবিধার্থে জেলা ও উপজেলার দুর্গম এলাকায় বিশেষ সুবিধা সম্বলিত ছাত্রাবাস নির্মাণ করা দরকার।

বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক মোঃ শাহ্ মোজাহিদ উদ্দিন বলেন, শিক্ষার গুণগতমান বৃদ্ধির লক্ষ্যে জেলা ও উপজেলার দুর্গম এলাকায় শিক্ষকদের আবাসনের সংকট নিরসনের জন্য ডরমেটরী নির্মাণ করা যায় কি না এবিষয়ে গুরুত্বসহকারে বিবেচনার জন্য বোর্ডকে সুপারিশ করেন।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের প্রতিনিধি উবাথোয়াই মার্মা বলেন, থানচি উপজেলায় প্রত্যন্ত এলাকা থেকে বিভিন্ন সম্প্রদায়ের ছেলে মেয়েরা
অনেক কষ্ট করে পড়ালেখা করতে আসে। এসব ছেলে মেয়েদের জন্য হোস্টেল নির্মাণ করা অত্যন্ত জরুরী। এসময় তিনি শিক্ষার্থীদের অবস্থানের সুবিধার্ধে আবাসিক বিদ্যালয় নির্মাণের জন্য সভায় অভিমত ব্যক্ত করেন।

এসময় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলীগণ ধারাবাহিকভাবে প্রেজেন্টেশনের মাধ্যমে স্ব স্ব প্রকল্পের বাস্তব ও আর্থিক বাস্তবায়ন অগ্রগতি উপস্থাপন করেন। তন্মধ্যে তুলা চাষ প্রকল্প, কফি ও কাজুবাদাম চাষ প্রকল্প, সুগার ক্রপ প্রকল্প, রাঙ্গামাটির বিভিন্ন উপজেলায় সেচ অবকাঠামো নির্মাণ, খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলায় সেচ ড্রেইন নির্মাণ, বান্দরবান বোয়াংছড়ি-রুমা পল্লী অবকাঠামো উন্নয়ন, বান্দরবান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন পল্লী অবকাঠামো নির্মাণ, বান্দরবান পৌরসভা ও লামা পৌরসভা মাস্টার ড্রেইন নির্মাণ এবং টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের প্রশাসনিক অনুমোদন অগ্রগতি সংক্রান্ত বিস্তারিত আলোচনা হয়। সভায় বোর্ডের ভাইস চেয়ারম্যান  রিপন চাকমা (যুগ্মসচিব) বোর্ড পরিচালনা কমিটির সদস্যগণের মতামত ও সুপারিশের আলোকে আলোচনা করেন।
 
আলোচনা শেষে সভাপতি তিন পার্বত্য জেলার জেলা প্রশাসকগণ এবং তিন পার্বত্য জেলা পরিষদের প্রতিনিধিকে গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ প্রদানের জন্য ধন্যবাদ জ্ঞাপনসহ উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে সভা সমাপ্তি ঘোষণা করেন।

সভায় বোর্ডের ভাইস চেয়ারম্যান ও চেয়ারম্যান  রিপন চাকমা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি উপসচিব  মোহাম্মদ নাহিদ ইসলাম, উপসচিব সদস্য-অর্থ  মোঃ জসীম উদ্দিন, উপসচিব সদস্য-প্রশাসন (অঃদাঃ) ও সদস্য-বাস্তবায়ন  মোহাম্মদ মাহবুবউল করিম, সদস্য-পরিকল্পনা  জাহিদ ইকবাল (উপসচিব), বোর্ডের নব নিযুক্ত সদস্য উপসচিব  সুজন চৌধুরী, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রতিনিধি  রিজাউল করিম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রতিনিধি টিটন খীসা এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের প্রতিনিধি  উবাথোয়াই মার্মা উপস্থিত ছিলেন। এছাড়া বোর্ডের খাগড়াছড়ি নির্বাহী প্রকৌশলী  মোঃ মুজিবুল আলম, উপপরিচালক  মংছেনলাইন রাখাইন, নির্বাহী প্রকৌশলী  আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, রাঙামাটি নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, সিএমইউ জেনারেল ম্যানেজার  পিন্টু চাকমা, গবেষণা কর্মকর্তা  কাইংওয়াই ম্রো, তথ্য অফিসার মিজ্ ডজী ত্রিপুরা,  সাগর পাল প্রশাসনিক কর্মকর্ত, সহকারী পরিকল্পনা কর্মকর্তা  মনতোষ চাকমাা প্রমুখ উপস্থিত ছিলেন।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions