বিজয় দিবস ঘিরে এনসিটিএফ’র চিত্রাংকন প্রতিযোগিতা পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে সেনাবাহিনী বড় দিন উপলক্ষে দূর্গম এলাকায় সেনাবাহিনীর চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ পার্বত্য চট্টগ্রাম থেকে সকল ধরনের বৈষম্য দূর করতে হবে : এড: এয়াকুব আলী চৌধুরী বান্দরবানে মাশরুম চাষ সম্প্রসারণ ও উদ্যোক্তা সৃষ্টিতে কর্মশালা
মেহেদী হাসান সোহাগ , কাউখালী (রাঙামাটি)। রাঙামাটি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল বলেছেন, দেশের আপামর ছাত্র-জনতার আন্দোলনের ফলে স্বৈরাচার সরকার ভারতে পালিয়ে যায়। সরকার পতনের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এখন গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের মাঠে কাজ করতে হবে। তিনি বলেছেন স্বৈরাচারের কিছু দোসর এখন বিএনপির ভিতরে ঢুকে পুনরায় বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা করছে। স্বৈরাচারের এসব দোসরদের ব্যাপারে সকলকে সোচ্চার থাকতে হবে। তিনি আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে শক্তিশালী ও ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে কাজ করার আহ্বান জানান।
তিনি শনিবার (২১ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র বেতবুনিয়া মডেল ইউনিয়ন শাখার বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। বর্ধিত সভার উদ্বোধন করেন কাউখালী উপজেলা বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন।
বেতবুনিয়া উচ্চ বিদ্যালয় হল রুমে বেতবুনিয়া মডেল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলী আকবরের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মোঃ জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্টিত বর্ধিত সভায় এতে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা বিএনপির সহ প্রচার সম্পাদক মোঃ কামাল হোসেন, রাঙ্গামাটি জেলা বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক মোঃ নাজিম উদ্দিন, কাউখালী সিনিয়র সহ সভাপতি সাজাই মং মারমা, সহ-সভাপতি পাইচিং মং মারমা, রাঙামাটি জেলা বিএনপির সদস্য মোঃ আবুল কাশেম, আবুল মনছুর ,কাউখালী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ আবদুল মোতালেব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছগির আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক , মোঃ আবু বক্কর তারা মিয়া, শওকত হোসেন প্রমুখ।
সভায় বেতবুনিয়া ইউনিয়নের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতিসহ উন্নয়ন ও বিভিন্ন বিষয়ে নেতাকর্মীদের গঠনমূলক দিকনির্দেশনা দেন অন্যান্য নেতারা।
বর্ধিত সভায় বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বর্ধিত সভার শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।