শনিবার | ২১ ডিসেম্বর, ২০২৪

মরহুম রবিউল হক মেম্বার স্মৃতি মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রকাশঃ ২১ ডিসেম্বর, ২০২৪ ০৩:৩৮:২৬ | আপডেটঃ ২১ ডিসেম্বর, ২০২৪ ০৯:২৩:৪৯  |  ৫৭

সিএইচটি টুডে ডট কম, কাউখালী (রাঙামাটি)। মরহুম রবিউল হক মেম্বার স্মৃতি মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শুক্রবার রাতে সম্পন্ন হয়েছে। এতে উত্তর নাইল্যাছড়ি ইয়াং সোসাইটি ক্লাব চ্যাম্পিয়ন এবং নাইল্যাছড়ি সুপার কিং রানার্সআপ হয়।

 

 ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরন করেন প্রধান অতিথি কাউখালী উপজেলা বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন। টুর্নামেন্টে কলমপতি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নাছির উদ্দীনের  সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কাউখালী উপজেলা বিএনপির সহ-সভাপতি,মোঃ আব্দুল হান্নান মেম্বার, মোঃ আবুল কালাম আজাদ (রিপন), উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুর মোতালেব মেম্বার, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর তারা মিয়া,রাঙামাটি জেলা বিএনপির সদস্য মোঃ আলমগীর মেম্বার,কাউখালী উপজেলা যুবদলের সভাপতি মুমিনুল করিম জীবন,পুলিশ সদস্য মোঃ সাদ্দাম হোসেন প্রমূখ।

 

কাউখালী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ আরিফুল ইসলাম সজীবের আয়োজরে  টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহন করেন।

 

পুরষ্কার বিতরণ কালে প্রধান অতিথি মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন,ফুটবলের প্রতি গভীর ভালোবাসা এবং গণ অভ্যুত্থানে শহীদদের শ্রদ্ধা জানিয়ে আয়োজিত এই টুর্নামেন্ট যুবসমাজের কাছে শুধু একটি খেলা নয়, বরং একতা, বন্ধুত্ব এবং সততার প্রতীক হিসেবে কাজ করবে বলে আশা করেন। 

 

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions