বান্দরবানে ৫১ জন পেল জেলা প্রশাসনের আর্থিক অনুদানের চেক ৩৫০ কোটি টাকা ব্যয়ে হচ্ছে সুপেয় পানি ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার কার্যক্রম রাঙামাটি হানাদারমুক্ত দিবসে ছাত্র ইউনিয়নের প্রদীপ প্রজ্বলন ২৪ দফা দাবি নিয়ে রাঙামাটি সুজনের স্মারকলিপি পেশ কাউখালী ছিদ্দিক-ই- আকবর (রাঃ) দাখিল মাদরাসা ও শিশু সদন এর অভিবাক সম্মেলন অনুষ্ঠিত
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বিভাগীয় কমিশনার চট্রগ্রাম থেকে প্রাপ্ত বিশেষ অনুদান থেকে বান্দরবানের বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীর ভর্তি, শিক্ষা-সামগ্রী ক্রয়, গরীব ও অসহায় মানুষের চিকিৎসা সেবার জন্য অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ই ডিসেম্বর) দুপুরে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন সভাপতি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী , গরীব অসহায় ব্যক্তিকে সর্বমোট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার অনুদানের চেক প্রদান করেন।
এসময় বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী , গরীব ও অসহায় সাধারণ জনগণ উপস্থিত থেকে এই অনুদানের চেক গ্রহণ করেন।
অনুদানের চেক বিতরণকালে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: আবু তালেব, জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।