বুধবার | ১৮ ডিসেম্বর, ২০২৪

মহান বিজয় দিবস উপলক্ষে রাঙামাটি পৌর জামায়াতে উদ্যোগে আলোচনা সভা

প্রকাশঃ ১৬ ডিসেম্বর, ২০২৪ ০৯:৫৭:৩২ | আপডেটঃ ১৮ ডিসেম্বর, ২০২৪ ০৯:১৪:২২  |  ৮৭

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াত ইসলামি রাঙামাটি পৌরসভার উদ্যোগে পৌরসভা জামায়াত ইসলামীর স্থানীয় কার্যালয়ে আলোচনা সভা দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।


বাংলাদেশ জামায়াত ইসলামি রাঙামাটি পৌরসভার আমীর জেলা শূরার সদস্য জনাব মাইনুদ্দিনের সভাপতিত্বে পৌরসভার এসিস্ট্যান্ট সেক্রেটারি জেলা শূরা সদস্য এ্যাডভোকেট মোঃ রহমত উল্লাহ এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামি রাঙামাটি পার্বত্য জেলার আমীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য,বিশিষ্ট রাজনীতিবিদ জনাব অধ্যাপক আবদুল আলীম।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামি রাঙামাটি পার্বত্য জেলার সেক্রেটারি, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মনছুরুল হক।এতে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামি রাঙামাটি পৌরসভার দায়িত্বশীল জনাব মোঃ সাজ্জাদুল ইসলাম, মোঃ জয়নাল আবেদীন, মোঃ আহমদ হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীম  বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষা করার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।বাংলাদেশের স্বাধীনতাকে আওয়ামী লীগ পৈত্রিক সম্পত্তি হিসেবে দাবী করে তা কখনও কাম্য নয়।বাংলাদেশের সকল জনগণ মিলে এই দেশটাকে রক্ষা করার জন্য এগিয়ে আসার আহবান জানান।


বিশেষ অতিথি জনাব মানছুরুল হক বলেন পার্শ্ববর্তী দেশ ভারত এই দেশটাকে তাদের তাবেদারী রাষ্ট্র হিসেবে পরিচালিত করতে চায় কিন্তু এই দেশের তাওহীদি জনতা বেঁচে থাকতে তা কখনও হতে দেওয়া হবে না।


সভাপতির বক্তব্যে মোঃ মাইনুদ্দিন বলেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সকলকে অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করতে হবে।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions