বুধবার | ১৮ ডিসেম্বর, ২০২৪

রাঙামাটি হানাদারমুক্ত দিবসে ছাত্র ইউনিয়নের প্রদীপ প্রজ্বলন

প্রকাশঃ ১৭ ডিসেম্বর, ২০২৪ ০৯:২৩:৩৮ | আপডেটঃ ১৮ ডিসেম্বর, ২০২৪ ১০:০১:৫০  |  ১২৭

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। প্রতি বছরের ন্যায় এবারও ১৭ ডিসেম্বর রাঙামাটি জেলা হানাদারমুক্ত দিবস পালন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাঙামাটি জেলা সংসদ। মঙ্গলবার সন্ধ্যায় কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটি বীরশ্রেষ্ঠ স্মৃতিস্তম্ভে প্রদীপ প্রজ্বলন করা হয়।

 

কর্মসূচিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাঙামাটি জেলা সংসদের সভাপতি নিউটন চাকমার সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) রাঙামাটি জেলা কমিটির সভাপতি সমীর কান্তি দে, সাধারণ সম্পাদক অনুপম বড়ুয়া, সম্পাদকমণ্ডলীর সদস্য আশীষ দাশগুপ্ত, জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি প্রান্ত রনি, শহর ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি নন্দন দেবনাথ। এসময় জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক তুর্য দত্ত, সহকারী সাধারণ সম্পাদক রিকোর্স চাকমা, প্রচার প্রচারণা সম্পাদক অমিত দে প্রমুখ উপস্থিত ছিলেন। 

 

আলোচনা সভায় বক্তারা বলেন, বিজয় দিবসের একদিন পর মিজোবাহিনী পিছুহঠার পর রাঙামাটি জেলা হানাদারমুক্ত হয়। জেলা ছাত্র ইউনিয়ন দীর্ঘবছর ধরে রাঙামাটি জেলা হানাদারমুক্ত দিবস পালন করে আসলেও রাষ্টীয়ভাবে দিবসটির স্বীকৃতি ধারাবাহিকভাবে পালন করা হচ্ছে না। এই দিবসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিবস হলেও প্রশাসনিকভাবে পালন করা হচ্ছে না। সংগঠনটির নেতাকর্মীরা দিবসটি পালনের দাবি জানান।

 

 

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions