বান্দরবানে চুরির মামলার আসামী গ্রেফতার , স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার এফপিএবি’র উদ্যোগে নির্যাতিত গর্ভকালীন মহিলাদের আর্থিক অনুদান প্রদান সমাজের উন্নয়নে যুব সমাজকে আরো এগিয়ে আসতে হবে : মো.সাইফুল ইসলাম রাঙামাটিতে পাহাড়ের জুমে উৎপাদিত কৃষি পণ্যের প্রদর্শনী রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত
সিএইচটি
টুডে ডট কম, মহালছড়ি (খাগড়াছড়ি)। খাগড়াছড়ি জেলার মহালছড়ি জোনের উদ্যোগে ক্যাংগালছড়িতে গভীর নলকূপ
এবং বিশুদ্ধ পানির পয়েন্ট স্থাপন করা হয়েছে।
২৩ ডিসেম্বর (সোমবার) মহালছড়ি জোনের উদ্যোগে স্থানীয় জনগণের বিশুদ্ধ পানির চাহিদা পূরণের উদ্দেশ্যে কেংগালছড়ি এলাকায় একটি গভীর নলকূপ এবং বিশুদ্ধ পানির পয়েন্ট স্থাপন করা। এই উদ্যোগটি মহালছড়ি জোনের ঐকান্তিক প্রচেষ্টা এবং নানিয়ারচর উপজেলা পরিষদের পূর্ণসহযোগিতায় বাস্তবায়ন করা হয়।
মহালছড়ি জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল শাহ্রিয়ার সাফকাত ভূইয়া, পিএসসি এই গভীর নলকূপ এবং বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন করেন। এসময় ওয়ার্ড মেম্বারগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মহালছড়ি জোনের এমন জনকল্যাণমূলক উদ্যোগে স্থানীয়রা তাদের কৃতজ্ঞতা ও প্রশংসা প্রকাশ করেছেন। এই গভীর নলকূপের মাধ্যমে এলাকার বিশুদ্ধ পানির চাহিদা পূরণ হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।