রবিবার | ২২ ডিসেম্বর, ২০২৪

মহালছড়ি সেনা জোনের উদ্যোগে কেয়াংঘাট এলাকায় দরিদ্র মাঝিকে নৌকা প্রদান

প্রকাশঃ ২২ ডিসেম্বর, ২০২৪ ০৫:১৪:৫০ | আপডেটঃ ২২ ডিসেম্বর, ২০২৪ ১০:১৪:৪৭  |  ৫২

সিএইচটি টুডে ডট কম মহালছড়ি (খাগড়াছড়ি)। খাগড়াছড়ির মহালছড়ি সেনা জোনের উদ্যোগে কেয়াংঘাট এলাকায় দরিদ্র মাঝিকে নৌকা প্রদান করা হয়েছে।


২২ ডিসেম্বর (রবিবার) মহালছড়ি সেনা জোনের উদ্যোগে কেয়াংঘাট ভান্ডারী ঘাটে চেঙ্গী নদী পারাপারের সুবিধার্থে দরিদ্র মাঝি কোরবান আলীকে একটি নতুন নৌকা প্রদান করে মহালছড়ি সেনা জোন। এই ঘাট দিয়ে প্রতিদিন কেয়াংঘাট, সাতগড়িয়া ও রাঙ্গাপানিছড়া এলাকার প্রায় ৩-৪ শতাধিক সাধারণ জনগণ ও ছাত্র-ছাত্রী মহালছড়ি, খাগড়াছড়ি, মাইসছড়ি বাজার ও বিভিন্ন স্কুলে যাতায়াত করে।


জোনের এ উদ্যোগের ফলে স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন যাতায়াত এবং অর্থনৈতিক কর্মকাণ্ড আরো সহজতর হবে, পাশাপাশি দরিদ্র মাঝির আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


কোরবান আলী নতুন নৌকা পেয়ে সেনা জোনের প্রতি অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি জানান, পুরাতন ছোট নৌকাটি নষ্ট হয়ে যাওয়ায় নৌকার অভাবে যাত্রী পারাপার করতে অনেক সমস্যায় পড়তে হতো। নতুন এই নৌকা দিয়ে পরিবার চালানোর পাশাপাশি স্থানীয় পাহাড়ি বাঙালি ছাত্র-ছাত্রীদেরকে আরও সেবা দিতে পারবেন ।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions