সোমবার | ০৯ ডিসেম্বর, ২০২৪

রাঙামাটি-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কের ‘মিনি সাজেকের’ দোকানটি পুড়ে ছাই

প্রকাশঃ ১৪ মে, ২০২৪ ০৭:০৪:৪২ | আপডেটঃ ০৭ ডিসেম্বর, ২০২৪ ১০:১৭:১৬  |  ৬৩৬

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কের নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নে অবস্থিত বাঙালে চাকমার (৬০) চায়ের দোকানটি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে মঙ্গলবার (১৪ মে) বিকেল ৪টার দিকে চায়ের দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে


রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ১৩ মাইল রাবার বাগান এলাকায় অবস্থিত চায়ের দোকানটিতে বিশেষত সড়কে যাতায়াতকারী মোটর-সাইকেল বাইকার পথিমধ্যে থেমে বিশ্রাম নিতেন অনেকেই স্থানটির ভৌগলিক সৌন্দর্য পরিবেশের কারণেমিনি সাজেকবলে অভিহিত করে থাকেন


আগুনে পুড়ে যাওয়া দোকানটির মালিক বাঙালে চাকমার ছেলে জসিম চাকমা বলেন, ‘বিকেল চারটার দিকে দোকানে আগুনের ঘটনা ঘটেছে আমরা সবাই দোকানের বাহিরে অবস্থান করছিলাম হঠাৎ করে একজন দেখতে পান দোকানের ভেতর আগুন জ্বলছে মুহূর্তের মধ্যে আগুনে দোকানটি সম্পূর্ণ পুড়ে যায় আমরা কোনো কিছুই রক্ষা করতে পারেনি যেহেতু দোকানের ভেতর চুলা ¦ালানো ছিল- তাই ধারণা করছি চুলা থেকে আগুনের সূত্রপাত


দোকান পুড়ে তাদের প্রায় লাখ টাকার মধ্যে আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন জসিম চাকমা

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions