সোমবার | ০৯ ডিসেম্বর, ২০২৪

ইসকন নিষিদ্ধের দাবিতে রাঙামাটিতে তৌহিদী মুসলিম জনতার বিক্ষোভ

প্রকাশঃ ২৬ নভেম্বর, ২০২৪ ১০:০২:১৮ | আপডেটঃ ০৯ ডিসেম্বর, ২০২৪ ০১:০২:৫৪  |  ৩৫১

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকায় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ (৩৫) নামে এক আইনজীবীকে কুপিয়ে হত্যার ঘটনায় ইসকন নিষিদ্ধের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে তৌহিদী মুসলিম  জনতা।

 

মঙ্গলবার (২৬ নভেম্বর) এশার নামাজের পর বনরূপা  জামে মসজিদ থেকে মুসল্লীদের একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

 

মিছিলে ইসকন নিষিদ্ধের স্লোগান দেওয়া হয়।এরপর বনরূপা এলাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে কয়েকশো মুসলিম অংশ নেন।

 

বিক্ষোভ সভায় বক্তারা বলেন, ইসকন একটি জঙ্গী, উগ্রবাদী সংগঠন।  পরাজিত তৎকালীন ফ্যাসিস্ট সরকারের মদদে তারা পুরো দেশে অরাজকতা সৃষ্টি করছে, দেশ বিরোধী কার্যক্রম পরিচালনা করছে। আজকে তারা চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকায় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে নৃশংস ভাবে হত্যা করেছে, মসজিদে হামলা চালিয়েছে। ৯০ ভাগ মুসলিম অধ্যুষিত শান্তুপ্রিয় দেশে জঙ্গী সংগঠন ইসকনের এমন সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে হবে এবং ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার জন্য সরকারের কাছে জোর দাবি জানান তারা।

 

বুধবার জোহরের নামাজের পর রাঙামাটি কোর্টবিল্ডিং মাঠে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের রুহের মাগফিরাত কামনায় গায়েবানা জানাযা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।

 

সভা শেষে নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফসহ মুসলিম উম্মার জন্য মোনাজাত করে দোয়া করা হয়।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions