বুধবার | ১১ সেপ্টেম্বর, ২০২৪

নানিয়ারচরে সন্ত্রাসীদের গুলিতে যুবক আহত, ইউপিডিএফের নিন্দা

প্রকাশঃ ১৫ মে, ২০২৪ ১২:৩৮:৩১ | আপডেটঃ ০৯ সেপ্টেম্বর, ২০২৪ ০৫:৫৮:১৬  |  ৫৪৪

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির নানিয়ারচর উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে সুকেন চাকমা (২৩) নামে এক যুবক আহত হয়েছে ঘটনায় আহত যুবককে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে আনা হয়েছে


মঙ্গলবার (১৪ মে) রাত ১০টার উপজেলা সদরের নানিয়ারচর বাজারের কাউন্সিল পাড়ায় ঘটনা ঘটে গুলিবিদ্ধ যুবক কাউন্সিল পাড়ার সমরঞ্জন চাকমার ছেলে


স্থানীয় পুলিশ সূত্র জানিয়েছে, নানিয়ারচর ইউনিয়নের কাউন্সিল পাড়ার একটি বাসায় বসে আড্ডা দিচ্ছিলেন গুলিতে আহত যুবক সুকেন চাকমাসহ বেশ কয়েকজন এসময় বাসার ভেতরে ঢুকেই সন্ত্রাসীরা সুকেন চাকমাকে গুলি করে


স্থানীয়দের অভিযোগ, পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফ-গণতান্ত্রিকের সশস্ত্র সদস্যরা সুকেন চাকমাকে গুলি করে তবে ঘটনায় ইউপিডিএফ-গণতান্ত্রিকের বক্তব্য জানা সম্ভব হয়নি


বিষয়টি নিশ্চিত করে রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ জানান, নানিয়ারচরে সন্ত্রাসীদের গুলিতে এক যুবক গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন তাকে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাঙামাটি জেনারেল হাসপাতালে আনা হয়েছে ঘটনায় পুলিশ কাজ করছে


এদিকে, বসতঘরের ভেতর ঢুকে যুবককে গুলির ঘটনায় নানিয়ারচর বাজার এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে জনমনে আতঙ্ক তৈরি হয়েছে


ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) রাঙামাটি জেলা ইউনিটের সংগঠক সচল চাকমা জেলার নানিয়াচরে ঠ্যাঙাড়ে সন্ত্রাসী কর্তৃক পাক্কোজ্যা চাকমা নামে এক গ্রামবাসীকে গুলি করে গুরুতর আহত করার ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions