পদ ফিরে পেলেন সাবেক মেয়র ও বিএনপি নেতা সাইফুল ইসলাম ভুট্টো রাঙামাটির কাপ্তাই উপজেলা আ.লীগ সভাপতি অংসুছাইন চৌধুরীসহ গ্রেপ্তার ২ রাবিপ্রবিতে “প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা শিক্ষা বৃত্তি” বিষয়ক সভা অনুষ্ঠিত খাগড়াছড়ির গুইমারাতে সেনা অভিযানে গাঁজা ক্ষেত ধ্বংস শীতার্তদের মাঝে লংগদু জামায়তের উদ্যোগে ত্রান সহায়তা বিতরণ
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাঙামাটিতে শিশু-কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রাঙামাটি জেলা আওয়ামীলীগের উদ্যোগে বৃহস্পতিবার বিকেল ৩টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।
এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মো: শাওয়াল উদ্দিন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ঝিনুক ত্রিপুরা, শিক্ষা ও মানবকল্যাণ সম্পাদক মো: সাইফুল আলম সাইদুল, জেলা আওয়ামীলীগ সদস্য ওয়াশিংটন চাকমা, রাণীদয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিক, শহীদ আব্দুল আলী একাডেমির প্রধান শিক্ষক মো: নজরুল ইসলাম, কিডস এক্সপ্লোরারের অধ্যক্ষ আব্দুল কাদের, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি নাসরিন ইসলাম, জেলা যুবলীগ যুগ্ম সাধারন সম্পাদক মনসুর আহম্মেদ, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: নাজমুল হক বাবু প্রমুখ।
এছাড়া দিবসটি উপলক্ষে এতিমখানা, হাসপাতাল, সমাজসেবার রোগী কল্যাণ সমিতিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অসহায়দের মাঝে খাবার বিতরণ বাবদ নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।