পার্বত্য চট্টগ্রাম থেকে সকল ধরনের বৈষম্য দূর করতে হবে : এড: এয়াকুব আলী চৌধুরী বান্দরবানে মাশরুম চাষ সম্প্রসারণ ও উদ্যোক্তা সৃষ্টিতে কর্মশালা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে : শাকিল মরহুম রবিউল হক মেম্বার স্মৃতি মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বাঘাইছড়ি চৌমুহনী মার্কেট পরিচালনা কমিটির ত্রি-বার্ষিক কমিটি গঠন
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানের লামা উপজেলায় শেখ রাসেল স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুরু হয়েছে। বুধবার বিকেলে বান্দরবানের লামা উপজেলার চম্পাতলী মাঠে এই ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান ও প্রথম দিনের খেলা অনুষ্ঠিত হয় ।
উদ্বোধনী খেলায় ফাসিয়াখালী ফুটবল একাদশের সাথে মাতামহুরী কলেজ ফুটবল একাদশের মধ্যে খেলা অনুষ্টিত হয়। খেলায় নির্ধারীত সময়ে কোন গোল না হওয়ায় ট্রাইব্রেকারে মাতামহুরী কলেজ ফুটবল একাদশ ৪-২ গোলে ফাসিয়াখালী ফুটবল একাদশকে পরাজিত করে।
ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় জেলা প্রশাসক মো:আসলাম হোসেন,পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার,লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে জান্নাত রুমী,পৌর মেয়র মো:জহিরুল ইসলামসহ বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।