লামায় শেখ রাসেল স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

প্রকাশঃ ২৯ মার্চ, ২০১৮ ১১:২৭:৩৭ | আপডেটঃ ২১ ডিসেম্বর, ২০২৪ ১১:৪৪:৪৭

সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানের লামা উপজেলায় শেখ রাসেল স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুরু হয়েছে। বুধবার বিকেলে বান্দরবানের লামা উপজেলার চম্পাতলী মাঠে এই ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান ও প্রথম দিনের খেলা অনুষ্ঠিত হয় ।
উদ্বোধনী খেলায়  ফাসিয়াখালী ফুটবল একাদশের সাথে মাতামহুরী কলেজ ফুটবল একাদশের মধ্যে খেলা অনুষ্টিত হয়। খেলায় নির্ধারীত সময়ে কোন গোল না হওয়ায় ট্রাইব্রেকারে মাতামহুরী কলেজ ফুটবল একাদশ ৪-২ গোলে ফাসিয়াখালী ফুটবল একাদশকে পরাজিত করে।
ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় জেলা প্রশাসক মো:আসলাম হোসেন,পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার,লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে জান্নাত রুমী,পৌর মেয়র মো:জহিরুল ইসলামসহ বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions