মঙ্গলবার | ২৮ জানুয়ারী, ২০২৫

রাঙামাটি সদর উপজেলায়;বঙ্গবন্ধু ফুটবলে চ্যা‌ম্পিয়ন কুতুকছ‌ড়ি ইউনিয়ন

প্রকাশঃ ১৮ জুন, ২০২৩ ০৫:২৩:১৮ | আপডেটঃ ২৫ জানুয়ারী, ২০২৫ ০৯:৫৪:৪৭  |  ১৯২৯

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ অনুর্ধ ১৭ ফুটবলের উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন রেছে রাঙামাটি সদরের কুতুকছড়ি ইউনিয়ন। 

 

রোববার বিকেলে বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুস শুক্কুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা টাইব্রেকারে বালুখালীইউনিয়নকে - গোলে পরাজিত রে গৌরব অর্জন রে। 

 

রাঙামাটি সদর উপজেলা রিষ চেয়ারম্যান শহীদুজ্জামান মহসীন রোমান প্রধান তিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী বিজীতদের মাঝে পুরস্কার বিতরণ রেন। 

 

সদর উপজেলা নির্বাহী ফিসার নাজমা বিনতে মিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, দুর্গেশ্বর চাকমা, উপজেলা সমাজসেবা ফিসার মোঃ আব্দুর শিদ, উপজেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি ওয়াশিংটন চাকমা, আব্দুল মঈন, সাধারন সম্পাদক মোঃ হান্নান, যুগ্ম সম্পাদক মোঃ মঈন, ছাড়াও ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা রেন উপজেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মোঃ হাসান উদ্দিন। 

 

টুর্ণামেন্টে বালুখালী ইউনিয়নের পুস্পন ত্রিপুরা সেরা খেলোয়াড়, অজয় ত্রিপুরা সেরা গোলরক্ষক কুতুকছড়ি ইউনিয়নের প্রগতি চাকমা সেরা গোলদাতা হওয়ার গৌরব অর্জন রেন। উপজেলা পর্যায়ে রাঙামাটি সদরের টি ইউনিয়ন বালক দল টুর্ণামেন্টে অংশগ্রহণ রে 

 

স্পোর্টস |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions