বৃহস্পতিবার | ১২ সেপ্টেম্বর, ২০২৪

বান্দরবানে ঝিড়িতে পড়ে একজনের মৃত্যু

প্রকাশঃ ২০ অগাস্ট, ২০২৪ ০২:০৭:৩৮ | আপডেটঃ ১২ সেপ্টেম্বর, ২০২৪ ০৪:৩৩:২৭  |  ২০২

সিএইচটি টুডে ডট কম, বান্দরবান।  বান্দরবানে জুম থেকে বাড়িতে ফেরার পথে ঝিড়িতে পড়ে ইন্দ্রলাল চাকমা (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) জেলার সদরের মেঘলা তালুকদার পাড়া এলাকায় ঘটনা ঘটে। নিহত রেইচা ৩নং সদর ইউনিয়নের ৪নং ওয়াডের মেঘলা পর্যটন পাড়ার বাসিন্দা লট্যা চাকমার ছেলে।

স্থানীয়রা জানায়, প্রতিদিনের মত সোমবার(১৯ আগস্ট) সকালে ইন্দ্রলাল চাকমা জুমে কাজ করতে যায়। পরে কাজ শেষে বিকালে বাড়ি ফেরার পথে প্রচন্ড বৃষ্টিতে পানির স্রোতে ঝিড়িতে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায় ইন্দ্রলাল চাকমা।  সকারে স্বজনরা তাকে খোঁজতে গিয়ে ঝিড়িতে তার লাশ দেখতে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

 বান্দরবান ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার আব্দুর রউফ বলেন, পানির স্রোতে ঝিড়িতে পড়ে এক এক জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল অনেক দুর্গম হওয়ায় লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions