রাঙামাটির কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের ৪০ বছর পূর্তি রুবি জয়ন্তী উদযাপন প্রকাশিত সংবাদে ভিন্নমত জানিয়েছে বাঘাইছড়ির ছাত্র-যুব ও স্বেচ্ছাসেবকদল রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান এর যোগদান রাঙামাটিতে শতাধিক শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাঙামাটি শহরে বন্দুকভাঙা ভূমি রক্ষা কমিটির মানববন্ধন
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের আলীকদমে কর্মস্থলে ফেরায় পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নিয়েছে ছাত্র- জনতা। টানা কয়েক দিনের কর্মবিরতির পর ডিউটিতে ফিরেছে আলীকদম থানায় কর্মরত পুলিশ বাহিনীর সদস্যরা। থানার কার্যক্রমের পাশাপাশি সড়কেও দায়িত্ব পালন করছেন ট্রাফিক পুলিশরা। এতে স্বস্তি ফিরতে শুরু করেছে জনমনে। স্বাভাবিক হচ্ছে ব্যবসা বাণিজ্যসহ সবখানে।
বুধবার (১৪ আগস্ট) সকাল ১১ ঘটিকার সময় পুলিশ থানায় কাজে যোগ দেয়া শুরু করেছে। ট্রাফিক পুলিশরাও সকাল থেকে সড়কে ডিউটি পালন করছেন। পরে আলীকদম থানা পুলিশের উদ্যোগে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কে মোটরসাইকেল র্যালী করা হয় । এর পরে ছাত্র জনতার ব্যানারে পুলিশ কে ফুল দিয়ে বরণ করে নেয় বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষার্থীরা। এ দসময় উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জামাল উদ্দীন, জেলা পরিষদের সদস্য দুংড়ি মং মার্মা,আলীকদম উপজেলা বিএনপি আহ্বায়ক মাশুক আহমেদ,সিঃ যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভূট্রো,উপজেলা যুবদল সভাপতি মোঃ ইলিয়াস মিয়া,শিক্ষক প্রতিনিধি মোঃ আবুতাহেরসহ বিভিন্ন স্কুল,কলেজে, মাদ্রাসার শিক্ষার্থীরা।
দীর্ঘদিন যাবত কোটা সংস্কার আন্দোলনকারী ও পুলিশের সম্পর্ক সাপে নেউলে অবস্থার পর গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশ তাদের সকল কার্যক্রম বন্ধ করে দেয়। নিরাপত্তা ঝুঁকি দাবি করে কর্মবিরতিসহ ১১ দফা দাবি করেন পুলিশ সদস্যরা।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার তবিদুর রহমান বলেন, শনিবার থেকেই আমাদের থানার কার্যক্রম চালু আছে। থানার কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে৷ বিভিন্ন সেবা প্রত্যাশিরা থানায় আসছেন, আমরা তাদের সেবা প্রদান করছি। পুলিশ সব সময় জনগণের পাশে রয়েছে । তিনি আরও বলেন , আলীকদমে শান্তিপূর্ণ আইনশৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে পুলিশকে সহযোগিতা করতে হবে।