সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেলে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে এক বাংলাদেশি নারী এবং এক রোহিঙ্গা নাগরিক নিহত হয়েছেন।
সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউপির ৪ নম্বর ওয়ার্ডের জলপাইতলি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হোসনে আরা বেগম (৫২) ওই এলাকার বাদশা মিয়ার স্ত্রী, এছাড়া নিহত রোহিঙ্গা পুরুষের (৫৫) পরিচয় জানা যায়নি।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।