শুক্রবার | ১০ জানুয়ারী, ২০২৫

মায়ানমার সীমান্ত পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

প্রকাশঃ ২৯ জানুয়ারী, ২০২৪ ০১:১০:৩৮ | আপডেটঃ ১০ জানুয়ারী, ২০২৫ ০৭:৪৮:১৩  |  ৪৮৫

সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল কে এম নাজমুল হাসান( বিজিবিএম, বিএএম, এনডিসি, পিএসসি )  রবিবার(২৮ জানুয়ারি)বাংলাদেশ-মায়ানমার সীমান্ত পরিদর্শন করেছেন

 

সাম্প্রতিকালে সমগ্র মায়ানমারে সংঘাতময় পরিস্থিতি চলছে। যার প্রভাব বাংলাদেশ সীমান্ত সংলগ্ন মায়ানমারের রাখাইন রাজ্যেও এসে পড়েছে। প্রতিনিয়ত সেখানকার অস্থিতিশীল অবস্থা সংঘাতময় পরিস্থিতির খবর পাওয়া যাচ্ছে। এহেন পরিস্থিতিতে সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বিজিবি মহাপরিচালক আজ কক্সবাজার বান্দরবান জেলার বাংলাদেশ-মায়ানমার সীমান্ত পরিদর্শন করেন

 

বিজিবি মহাপরিচালক বিজিবি' কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ উখিয়ার পালংখালী বিওপি এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু বিওপি ঘুমধুম সীমান্ত এলাকা এবং টেকনাফ ব্যাটালিয়ন ( বিজিবি) এর অধীনস্থ হোয়াইক্যং বিওপি তৎসংলগ্ন সীমান্ত এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে বিজিবি মহাপরিচালক সীমান্তে দায়িত্বরত সকল পর্যায়ের বিজিবি সদস্যদের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি সবাইকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের পাশাপাশি সীমান্তে উদ্ভূত যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেন। 

 

পরিদর্শনকালীন বিজিবি মহাপরিচালকের সাথে বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কক্সবাজার রিজিয়ন কমান্ডার, রামু সেক্টর কমান্ডার সংশ্লিষ্ট ব্যাটালিয়নসমূহের অধিনায়কগণসহ বিজিবি' অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন         

 

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions