কাউখালীতে তিনটি ইটভাটা বন্ধ ঘোষনা রাঙামাটির নানিয়ারচরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ জামায়াতের রাঙামাটির কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের ৪০ বছর পূর্তি রুবি জয়ন্তী উদযাপন প্রকাশিত সংবাদে ভিন্নমত জানিয়েছে বাঘাইছড়ির ছাত্র-যুব ও স্বেচ্ছাসেবকদল রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান এর যোগদান
সিএইচটি টুডে ডট কম ডেস্ক। আজ রোববার সকালে বান্দরবান কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ৫০০ জন হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) বান্দরবান জেলা শাখা।
উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ পিসিএনপি'র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমান।
আরো উপস্থিত ছিলেন পিসিএনপি জেলা সিনিয়র সহসভাপতি আব্দুস শুক্কুর, সিনিয়র সহসভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন, জেলা সাংগঠনিক সম্পাদক নুরুল আবছার, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ শাহজালাল, পিসিসিপি কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও বান্দরবান জেলা সিনিয়র সহ সভাপতি জমির উদ্দিন, পিসিসিপি জেলা সাধারণ সম্পাদক হাবীব আল মাহমুদ, জেলা সাংগঠনিক সম্পাদক তানভীর হোসেন ইমনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও প্রিন্ট ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং হত দরিদ্র ৫০০ জন জনসাধারণ।
শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথিরি বক্তব্যে পিসিএনপি চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমান বলেন, শীতের তীব্রতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে মানুষের কষ্ট। হাড় কাঁপুনি শীতে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষের কষ্ট অবর্ণীয়। শৈত্যপ্রবাহের কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবন-জীবিকা।
মানুষের সুখে দুঃখে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ অতীতেও পাশে ছিল বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ।
করোনার সময়ও আমরা জীবন বাজি রেখে মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছি। কিছুদিন আগেও বান্দরবান এর প্রায় ১০০জন গরীব অসহায় শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করেছি।
শীতবস্ত্র নিতে আসা রহিমা বেগম জানান, শীতবস্ত্র আমাদের খুব দরকার ছিল। কয়েক দিন ধরে অনেক শীত পড়ছে। কিছুদিন আগে পেলে আরও উপকার হতো।
উজানী পাড়া এলাকার মংহাইছিং মার্মা কম্বল পেয়ে বলেন, শীতে জীবন যায় যায়। রাতে ভালো ঘুম হবে। ঈশ্বর সবার মঙ্গল করুন।