সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবান জেলার আলীকদম উপজেলায় গাছের খুঁটির নিচে চাপা পড়ে আনোয়ার হোসেন (৪৫) নামের এক শ্রমিক নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) সকালে আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের আবাসিক এলাকার শাহবাগ পাড়ায় এ দূর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন শাহবাগ পাড়ার বাসিন্দা ছেলে।
সূত্রে জানা যায় , আনোয়ার হোসেন সকাল সাড়ে ৯ টার দিকে বাড়ীর পাশে জনৈক মহসিনের তামাক ক্ষেতের তুন্দুল ঘর ( চুলা) নির্মাণ করতে শ্রমিক হিসেবে কাজে যান। এসময় তুন্দুল নির্মাণের জন্য গাছের খুঁটি গর্তে দেওয়ার সময় আনোয়ার হোসেন চাপা পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত আনোয়ার হোসেনকে দ্রত উদ্ধার করে পাশের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো.শামীম শেখ বলেন, এই বিষয়ে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।