রবিবার | ১২ জানুয়ারী, ২০২৫
অপহরণকারীদের কাছ থেকে

মুক্তি পেলেন রুমা পাইন্দু ইউপি চেয়ারম্যান উহ্লা মং

প্রকাশঃ ১৫ জানুয়ারী, ২০২৪ ১২:৩০:৫০ | আপডেটঃ ১২ জানুয়ারী, ২০২৫ ০৯:১২:২৮  |  ৬৬০
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানে রুমা উপজেলার পাইন্দু ইউপি চেয়ারম্যান উহ্লা মং মারমাকে মুক্তি দিয়েছে অপহরণকারীরা। রোববার (১৪ জানুয়ারি) রাতে তিনি অপহরণকারীদের কাছ থেকে মুক্ত হয়।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান বিষয়টি নিশ্চিত করে জানান , দুপুর সাড়ে ৩টার দিকে পাইন্দু ইউপি চেয়ারম্যান উহ্লা মং মারমাকে অপহরণ করা হয়েছে এমন সংবাদ পেয়ে আমরা অভিযান শুরু করেছি এবং রাতে তাকে উদ্ধার করা হয়েছে, বর্তমানে তিনি সুস্থ রয়েছেন এবং নিজ বাড়ীতে আছেন।

প্রসঙ্গত: রোববার (১৪ জানুয়ারি) দুপুর সাড়ে ৩টায় বান্দরবানের রুমা-কেওক্রাডং সড়কের হারমুন পাড়া থেকে পার্বত্য জেলার আঞ্চলিক সশস্ত্র সংগঠন কেএনএফ এর সদস্যরা চেয়ারম্যান উহ্লা মং মারমাকে অপহরণ করেছিল বলে পরিবারের সদস্যরা পুলিশের কাছে অভিযোগ করলে রুমার থানা পুলিশের একটি দল তাৎক্ষণিক অভিযানে নামে এবং চেয়ারম্যানকে উদ্ধার করে, তবে এই ঘটনায় কেউ এখনো আটক হয়নি।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions