সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। সর্বাত্মক অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে বান্দরবানবাসীকে ভোট বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা।
শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে বান্দরবান জেলা সদরের পৌর এলাকার প্রধান প্রধান সড়কে হেটে হেটে লিফলেট বিতরণ করে দলীয় নেতাকর্মীসহ বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সম্পাদক সাচিং প্রæ জেরী এবং অন্যগ্রæপে ভাগ হয়ে জেলা বিএনপির সভাপতি ম্যাম্যাচিং ও একই কর্মসুচী পালন করেন।
এসময় সাচিং প্রæ জেরী বলেন, বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে সারা দেশব্যাপী বিএনপি অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে। এরই প্রেক্ষিতে পার্বত্য জেলা বান্দরবানে আমরা শান্তিপূর্ণ আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাব। তিনি আরও বলেন, সময় বলে দেবে আমাদের আন্দোলনের ধরন কেমন হবে, তবে সকল আন্দোলন আমরা শান্তিপূর্ণভাবে পালন করবো এটাই দলীয় সিদ্ধান্ত।
এ সময় জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অন্যদিকে জেলা বিএনপির সভাপতি ম্যাম্যাচিং ও দলীয় নেতৃবৃন্দ শহরের বিভিন্ন সড়কে ঘুরে ঘুরে লিফলেট বিতরণ করেন এবং সাধারণ জনগণকে ভোট বর্জনের আহ্বান জানান।