সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানে যক্ষা রোগ নিরোধ করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ যক্ষা নিরোধ সমিতি বান্দরবান জেলা শাখার আয়োজনে বান্দরবানের আল ফারুক ইনস্টিটিউট এর হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল ফারুক ইনস্টিটিউট এর অধ্যক্ষ মুহাম্মদ আরিফ বিল্লাহ। এসময় মুল আলোচক ছিলেন বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আবু নোমান সজিব, ডা আবু নোমান আজাদ।
এসময় অনুষ্টান পরিচালনা করেন বাংলাদেশ যক্ষা নিরোধ সমিতি (নাটাব) এর আঞ্চলিক কো-অডিনেটর মোহাম্মদ হেলাল খোন্দকার আর বাংলাদেশ যক্ষা নিরোধ সমিতি বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক মোমেন চৌধুরীসহ আল ফারুক ইনস্টিটিউট এর শিক্ষকরা এসময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখতে গিয়ে নাটাব এর আঞ্চলিক কো-অডিনেটর হেলাল খোন্দকার বলেন, যক্ষা একটি প্রাচীন ঘাতক ব্যাধি। প্রতি বছর বহু লোক এ রোগে মৃত্যুবরণ করে। পূর্বে এই রোগের চিকিৎসা ছিলনা, কিন্তু বর্তমানে যক্ষার চিকিৎসা ও ওষুধ সম্পূর্ণ বিনামুল্যে দেয়া হয়। এসময় তিনি আরো বলেন,যক্ষা নিয়ন্ত্রণে নাটাব ১৯৪৮ সাল থেকে নিরন্তর কাজ করে যাচ্ছে। নাটাব যক্ষা রোগী শনাক্ত ও প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে তাদের সুস্থ করে তোলার ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে। এসময় তিনি আরো বলেন, নাটাব, সরকারের যক্ষা নিয়ন্ত্রণ কর্মসুচীর অংশীদার হিসেবে ২০০৪সাল থেকে যক্ষা রোগীদের চিকিৎসা সর্ম্পকে সচেতন করে তোলা এবং তাদের চিকিৎসার আওতায় নিয়ে আসার জন্য সুশীল সমাজকে সাথে নিয়ে বিভিন্ন কর্মসুচী গ্রহণ করে আসছে, এসব কর্মসুচীর মধ্যে এ্যাডভোকেসী সভা,বার্ষিক যক্ষা সম্মেলন,র্যালী ও আলোচনার মাধ্যমে বিশ্ব যক্ষা দিবস উদযাপন,ওয়ার্কশপ,রোগীদের সাথে ব্যক্তিগত যোগাযোগ অন্যতম।
এসময় নাটাব এর আঞ্চলিক কো-অডিনেটর হেলাল খোন্দকার যক্ষা রোগের লক্ষণ দেখা দিলে আতংকিত না হয়ে স্বাস্থ্য বিভাগের সাথে যোগাযোগ করে বিনামুল্যে পরীক্ষা ও ওষুধ সেবনের পরামর্শ দেন।