রবিবার | ১২ জানুয়ারী, ২০২৫

লামায় যাত্রীবাহি বাস খাদে, ৪০ যাত্রী আহত

প্রকাশঃ ০২ মার্চ, ২০২৩ ০৯:৫৬:২৫ | আপডেটঃ ১১ জানুয়ারী, ২০২৫ ১০:৪৮:৫৩  |  ৭০৭
সিএইচটি  টুডে ডট কম, বান্দরবান।  বান্দরবান জেলার লামা উপজেলায় একটি যাত্রীবাহি বাস খাদে পড়ে ৪০ যাত্রী আহত হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) সন্ধ্যার দিকে লামা-ফাঁসিয়াখালী সড়কের মিরিঞ্জা পর্যটন এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার ও পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম তাৎক্ষনিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজে দিক নির্দেশনা প্রদান করেন।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, চকরিয়া উপজেলা থেকে সন্ধ্যায় একটি যাত্রীবাহী বাস লামা উপজেলায় যাচ্ছিল। বাসটি সড়কের মিরিঞ্জা এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়, এতে বাসের আনুমানিক ৪০ যাত্রী আহত হয়। এর মধ্যে ১৫ যাত্রী গুরুত্বর আহত হয়।

এদিকে খবর পেয়ে লামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এবং স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেস্কে ভর্তি করা হয়েছে।

বান্দরবানের লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী জানান, দূর্ঘটনায় আহতদের উদ্ধার করে লামা ও চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, দুর্ঘটনার কারন অনুসন্ধান ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশ কার্যক্রম চালাচ্ছে।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions