শনিবার | ১১ জানুয়ারী, ২০২৫

পার্বত্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাত করলেন ট্রাষ্টি অমল কান্তি দাশ

প্রকাশঃ ২৬ ফেব্রুয়ারী, ২০২৩ ০৩:১৫:৪৩ | আপডেটঃ ০৯ জানুয়ারী, ২০২৫ ০৭:১৫:২৬  |  ৬২৪
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নবনির্বাচিত ট্রাষ্টি বান্দরবানের সমাজ সেবক ও ধর্মীয় অনুরাগী অমল কান্তি দাশ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র বান্দরবানস্থ বাসভবনে গিয়ে ফুল নিয়ে শুভেচ্ছো বিনিময় এবং সৌজন্য সাক্ষাত করেন নবনির্বাচিত ট্রাষ্টি অমল কান্তি দাশ।

এসময় বান্দরবান রাম ঠাকুর সেবাশ্রমের সাধারণ সম্পাদক তাপস কান্তি দাশ দাশ, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) এর সাধারণ সম্পাদক জয়দেব ভক্ত দাশ, কোষাধ্যক্ষ বাসুঘোষ গৌড় দাশ, শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম এর সভাপতি রতন কান্তি দাশ,সাধারণ সম্পাদক রুপন দাশসহ সনাতনী সমাজের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নির্বাচিত হওয়ায় অমল কান্তি দাশকে অভিনন্দন জানানোর পাশাপাশি সকলের দু:সময়ে পাশে থেকে আগামীতেও মানবতার জন্য কাজ করার আহবান জানান। এসময় পার্বত্যমন্ত্রী বলেন,বর্তমান আওয়মীলীগ সরকার সকল ধর্মের কল্যাণে কাজ করে যাচ্ছে। সরকারের সুদৃষ্টি আর সুদৃঢ় পরিকল্পনার কারনে আজ বাংলাদেশে সবাই নিজ নিজ ধর্মীয় সকল অনুষ্ঠান সুন্দরভাবে উদযাপন করতে পারছে।

প্রসঙ্গত, অমল কান্তি দাশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নব নির্বাচিত ট্রাস্টি বোর্ডের সদস্য এবং পাশাপাশি তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারী, পৌর আওয়ামীলীগের সভাপতি, কেন্দ্রীয় দূর্গা মন্দিরের সহ-সভাপতি, নিউগুলশান রাধাকৃষ্ণ মন্দিরের সভাপতিসহ বান্দরবানের বিভিন্ন সামাজিক কাজের সাথে সম্পৃক্ত রয়েছেন।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions