সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের সমাজ সেবক ও ধর্মীয় অনুরাগী অমল কান্তি দাশ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাষ্টি নির্বাচিত হয়েছেন। ট্রাষ্টি নির্বাচিত হওয়ায় শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে তিনি বান্দরবানের শ্রী শ্রী সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দিরে গিয়ে প্রথমে প্রদীপ প্রজ্জলন করেন এবং প্রার্থনা করেন।
পরে তিনি বান্দরবানের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এসময় তিনি তাকে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাষ্টি নির্বাচিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় বান্দরবান শ্রী শ্রী সার্বজনীন কেন্দ্রীয় মন্দিরের সহ-সভাপতি উজ্বল কান্তি দাশ, সাবেক সাধারণ সম্পাদক দিলীপ চক্রবর্তী, বান্দরবান রাম ঠাকুর সেবাশ্রমের সাধারণ সম্পাদক তাপস কান্তি দাশ দাশ, আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) এর সাধারণ সম্পাদক জয়দেব ভক্ত দাশ, কোষাধ্যক্ষ বাসুঘোষ গৌড় দাশ, শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম এর সভাপতি রতন কান্তি দাশ, সাধারণ সম্পাদক রুপন দাশসহ সনাতনী সমাজের বিভিন্ন নেতৃবৃন্ধরা উপস্থিত ছিলেন।