শনিবার | ১১ জানুয়ারী, ২০২৫

বান্দরবানে ৩০০পিস ইয়াবাসহ গ্রেফতার ১

প্রকাশঃ ২৪ ফেব্রুয়ারী, ২০২৩ ০৬:৩৭:০২ | আপডেটঃ ০৮ জানুয়ারী, ২০২৫ ০৪:৫৩:৩৫  |  ৫৩৬
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানে ৩০০ পিস ইয়াবাসহ এস এম হোছাইন টিটু (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে  বান্দরবান আর্মড পুলিশ ব্যাটালিয়ন।শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান পৌরসভার ৪নং ওয়ার্ডের পার্সপোট অফিস কার্যালয় এর সামনে হতে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান এর দিক নির্দেশনায় এসআই (নিঃ) মহিউদ্দিন আহমেদ, পিপিএম, এএসআই (নিঃ) আব্দুল মান্নান ও সঙ্গীয় ফোর্সসহ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযানে বান্দরবানের আলীকদম উপজেলার বাসিন্দা মৃত জেড এ দিদার হোসেন চৌধুরী’র ছেলে এস এম হোছাইন টিটু (৩০) কে তল্লাশী করে তার কাছ থেকে ৩০০ পিছ ইয়াবা জব্দ করে বান্দরবান আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর সদস্যরা, পরে আসামীর বিরুদ্ধে একটি মামলা রুজু করে আসামী এস এম হোছাইন টিটুকে বান্দরবান সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বান্দরবান আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগামীতেও এই ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে ।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions