সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। কৃষকদের জীবনমান উন্নয়নের লক্ষ্য নিয়ে বান্দরবানে অনুষ্ঠিত হলো কৃষি ঋণ মেলা । ২০ ফেব্রয়ারি (সোমবার) সকালে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বান্দরবান সোনালী ব্যাংক লিমিটেড (লীড ব্যাংক) ও সকল তফসিলি ব্যাংকের আয়োজনে এই কৃষি ঋণ মেলা অনুষ্ঠিত হয়।
কৃষি ঋণ মেলা উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি প্রথমে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে ১৪ টি ব্যাংকের স্টল পরিদর্শন করেন।
পরে সম্প্রীতির মুক্তমঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বান্দরবান সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার ( ইনচার্জ) ওসমান গনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি ।
এসময় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, কৃষকরা হল একটি দেশের উন্নয়নের চাবিকাঠি। দিনরাত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে কৃষকরা ফসল উৎপাদন করে দেশের মানুষের খাদ্য চাহিদা পূরণ করতে প্রতিনিয়ত শ্রম দিয়ে যাচ্ছে। এসময় জেলা প্রশাসক বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় সকল ব্যাংক থেকে কৃষকদের সহজ শর্তে ও হয়রানি ছাড়া কৃষি ঋণ অব্যাহত রাখার আহবান জানান এবং এই কৃষি ঋণ কৃষকদের জীবনমান উন্নয়নে ব্যাঁপক কাজে লাগবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. লুৎফর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বান্দরবান এর উপ-পরিচালক এম এম শাহ নেয়াজসহ বিভিন্ন ব্যাংকের ম্যানেজার ও বিভিন্ন ব্যাংক এর কর্মকর্তা এবং কৃষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ৪৩ জন কৃষককে ৫৭ লক্ষ ২০হাজার টাকার কৃষি ঋণ এর চেক প্রদান করা হয়।