শুক্রবার | ১০ জানুয়ারী, ২০২৫

স্বামী স্ত্রী ইয়াবা কারবারী, ধরা পরলো পুলিশের জালে

প্রকাশঃ ১৯ ফেব্রুয়ারী, ২০২৩ ০৩:৪৭:২০ | আপডেটঃ ০৮ জানুয়ারী, ২০২৫ ০৬:৫৪:১৪  |  ৬৬৯
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবাসহ নয়ন চৌধুরী (৪৫) ও বেবি চৌধুরী (৩৫) নামে এক দম্পতিকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) এর সদস্যরা।

রোববার (১৯ ফেব্রুয়ারি) ভোর রাতে বান্দরবান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড এর মেম্বারপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক নয়ন চৌধুরী (৪৫) বান্দরবান পৌরসভার ৮নম্বর ওয়ার্ড মেম্বার পাড়া এলাকার অরুন চৌধুরীর ছেলে ও অপর জন আটক নয়ন চৌধুরীর স্ত্রী বেবী চৌধুরী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান পৌরসভাধীন ৮নম্বর ওয়ার্ড এর মেম্বারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে  এপিবিএন এর সদস্যরা।  এসময় ইয়াবা ব্যবসায়ী নয়ন চৌধুরীর কাছ থেকে ৩৫৫ এবং তার স্ত্রীর কাছ থেকে ৫০পিসসহ মোট ৪০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫টি মোবাইল সেটও জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য আনুমানিক ১ লক্ষ ২১হাজার ৫শত টাকা ।

আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) এর বান্দরবানের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আলী আহমদ খান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে, এছাড়া মাদকের ভয়ালগ্রাস থেকে যুবসমাজ ও জনগণের জান-মাল, আইন শৃঙ্খলা রক্ষায় এপিবিএন সর্বদা সচেষ্ট রয়েছে।

প্রসঙ্গত,পুলিশের হাতে আটক নয়ন চৌধুরী বান্দরবানের অন্যতম মাদক কারবারী,তার বিরুদ্ধে মাদক আইনে ইতিপূর্বে বহু মামলা রয়েছে।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions