শুক্রবার | ১০ জানুয়ারী, ২০২৫

বান্দরবানে সনাতন ধর্মালম্বীদের শিবপূজা অনুষ্ঠিত

প্রকাশঃ ১৯ ফেব্রুয়ারী, ২০২৩ ০১:৫৭:০৫ | আপডেটঃ ০৮ জানুয়ারী, ২০২৫ ০৮:১৬:৩৩  |  ৪৯৭
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান।  যথাযথ ভাবগাম্বীর্যের মধ্য বান্দরবানের সনাতনী সম্প্রদায়ের ভক্তরা উদযাপন করেছে শিবপূজা। শিবচতুর্দশী বা শিবরাত্রি উপলক্ষে প্রতিবছরই সনাতন ধর্মালম্বী নারী ও পুরষ উপবাস থেকে শিবের পূজা করে।

এদিকে শিবরাত্রী উপলক্ষে শনিবার (১৮ ফেব্রয়ারী) রাত ৮টায় বান্দরবান কেন্দ্রীয় মন্দিরে আয়োজন করা হয় শিবপূজা। এসময় সনাতন ধর্মালম্বী নারী-পুরুষ সকলে শিবের মাথায় দুধ,ডাবের জল ঢেলে এবং ফুল ও বেলপাতা দিয়ে শিবের পূজা করে। ভক্তরা মোমবাতি ও ধুপ জ্বালিয়ে আর প্রার্থনা করে পরিবার পরিজনের মঙ্গল কামনা করে।

প্রতিবছর সনাতন ধর্মালম্বীরা শিবরাত্রি উপলক্ষে শিব ঠাকুরের পূজা করে আর শিবের পূজার মধ্য দিয়ে পরিবারের সুখ সমৃদ্ধি প্রত্যাশা করে ।  

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions