সিএইচটি টুডে ডট কম, আলীকদম (বান্দরবান)। বর্তমান সরকারকে টিকিয়ে রাখতে একজোট হয়ে কাজ করার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.ইসলাম বেবী। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে আলীকদম উপজেলার রেষ্ট হাউজ প্রাঙ্গণে আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথি থেকে তিনি এই মন্তব্য করেন।
সভায় আলীকদম আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জামাল উদ্দিন সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. ইসলাম বেবী।
এসময় তিনি আরো বলেন, বর্তমান সরকার আমলে পার্বত্য এলাকায় ব্যাপক উন্নয়ন ধারা বইছে। এই উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতে আগামীতে বর্তমান সরকার প্রয়োজন বলে উল্লেখ করেন বক্তারা।
সভায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লক্ষীপদ দাশ,রাংলাই ম্রো,যুবলীগে আহ্বায়ক কেলুমং মারমা,জেলা পরিষদের সদস্য এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুংড়ি মং মার্মাসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।