বৃহস্পতিবার | ০৯ জানুয়ারী, ২০২৫

আলীকদমে সেনাজোনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান

প্রকাশঃ ১৫ ফেব্রুয়ারী, ২০২৩ ১২:২৫:৫০ | আপডেটঃ ০৮ জানুয়ারী, ২০২৫ ০৬:৫৪:০৭  |  ৫৩৮

সিএইচটি টুডে ডট কম, আলীকদম (বান্দরবান) বান্দরবানের আলীকদম সেনা জোন (৩১ বীর) কর্তৃক পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গরীব,দুঃস্থ পরিবারের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন (৩১বীর) সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ সাব্বির হাসান পিএসসি


আজ বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ ঘটিকায় আলীকদমে সেনা জোনের (৩১ বীর) ক্যান্টিন সংলগ্ন হলরুমে বিভিন্ন স্কুল,কলেজ, মাদ্রাসা,এতিমখানার শিক্ষক শিক্ষার্থী,গরীব দুঃস্থ পরিবারসহ উপজাতীয় মুসলিম কল্যাণ সংস্থা এবং আলীকদম মুরং কমপ্লেক্স ছাত্র ছাত্রীদের খাবার বিল বাবদ সর্বমোট ,৪২,০৩৬ টাকা আর্থিক অনুদান প্রদান করেন


সেনাজোন সূত্রে জানা যায়,আলীকদম (৩১বীর) জোন কর্তৃক প্রতি মাসেই সকল প্রতিষ্ঠানকে অনুরূপ অনুদান প্রদান করা হয়ে থাকে ছাড়াও প্রতি মাসে দুঃস্থদের মাঝে ত্রান,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন শিক্ষা সামগ্রী প্রদান এবং অসহায় মানুষের চিকিৎসার জন্য তাৎক্ষণিক অনুদান প্রদান করা হয়ে থাকে


অনুষ্ঠানে জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ সাব্বির হাসান পিএসসি বলেন, আলীকদম সেনা জোনের পক্ষ থেকে অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান উন্নয়ন মূলক কাজ চলমান আছে এবং ভবিষ্যতেও থাকবে তিনি আরও বলেন,আলীকদম জোনের আওতাধীন সকল ক্যাম্পগুলোতেও অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান উন্নয়ন মূলক কাজ এবং দুঃস্থদের চিকিৎসার্থে মেডিকেল ক্যাম্প এর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ঔষধ বিতরণ কার্যক্রম অব্যহত থাকবে

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions